ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরফের নিচে সামরিক ঘাঁটি!

প্রকাশিত: ০৬:৩০, ২২ আগস্ট ২০১৬

বরফের নিচে সামরিক ঘাঁটি!

স্নায়ু যুদ্ধের সময় প্রতিপক্ষকে ঘায়েল করতে যুক্তরাষ্ট্র বরফের নিচের মাটির ৮ মিটার গভীরে সামরিক ঘাঁটি তৈরি করে। যা একটি শহরের সমান। বিশাল আকৃতির ভবন ও অস্ত্রাগারও গড়ে ওঠে সেখানে। ‘প্রজেক্ট আইসওয়ার্ম’ এর লক্ষ্য ছিল উত্তর মেরুতে মিসাইল লঞ্চার বসানো। ঘাঁটিটি ১৯৫০য়ের দশকে ড্যানিশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে গ্রীনল্যান্ডের বরফের নিচে যুক্তরাষ্ট্র তৈরি করেছিল। এতদিন গোপন থাকলেও এখন জলবায়ুর পরিবর্তনের ফলে সামরিক ঘাঁটির ওপরের বরফ গলে উন্মুক্ত হয়ে পড়ে। - দ্য সান
×