ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের প্রতিষ্ঠানগুলোর দেনা ৬৫ কোটি ডলার

প্রকাশিত: ০৬:২৯, ২২ আগস্ট ২০১৬

ট্রাম্পের প্রতিষ্ঠানগুলোর দেনা ৬৫ কোটি ডলার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মোট দেনার পরিমাণ অন্তত ৬৫ কোটি ডলার। এ পরিমাণটি নির্বাচনী প্রচারকালে দেনার যে হিসাব তিনি প্রকাশ করেছেন তার দ্বিগুণেরও বেশি। নিউইয়র্ক টাইমস শনিবার এ খবর দিয়েছে। খবর এএফপির। যেসব ফার্ম সম্পত্তির তথ্য নিয়ে কাজ করে থাকে ট্রাম্পের বিষয়-সম্পত্তি সম্পর্কে খোঁজ নিতে পত্রিকাটি একটি ফার্মকে নিয়োগ করেছিল। ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রে ৩০টির বেশি সম্পত্তির হিসাব নিয়ে দেখা গেছে এগুলোর মোট দেনার পরিমাণ ৬৫ কোটি ডলার। অফিস ও গলফ কোর্সও এসব সম্পত্তির মধ্যে রয়েছে। এ প্রতিষ্ঠানগুলো ছাড়া অন্য যেসব কোম্পানিতে ট্রাম্পের পরোক্ষ মালিকানা রয়েছে সেগুলোর মোট দেনার পরিমাণ ২শ’ কোটি ডলারের মতো বলে জানা গেছে। ঋণদাতাদের কাছ থেকে এ অর্থ নেয়া হয়েছিল। নিউইয়র্কের ধনকুবের ও সাবেক রিয়ালিটি শো উপস্থাপক নির্বাচনী প্রক্রিয়ায় নামার পর থেকে নিজেকে একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী দাবি করে আসছিলেন। তিনি দাবি করতেন তার মালিকানাধীন সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি ডলার। তবে তিনি কখনও নিজের ট্যাক্স রিটার্ন জনসমক্ষে প্রকাশ বা তার সম্পত্তির নিরপেক্ষ মূল্যায়ন করতেও রাজি হননি। বিশাল এ দেনা ট্রাম্পের সম্পত্তির পরিমাণকে প্রভাবিত করতে পারে। ব্যবসায়ী হিসেবে তিনি সফল হয়েছেন তাই প্রেসিডেন্ট হিসেবেও সফল হবেন, এ দাবি পুঁজি করেই ট্রাম্প নির্বাচনী প্রচারাভিযান চালান। নির্বাচনী প্রচারাভিযানকালে ট্রাম্প জানিয়েছিলেন তার প্রতিষ্ঠানগুলোর মোট ঋণের পরিমাণ ৩১ কোটি ৫০ লাখ ডলার। নিউইয়র্ক টাইমস অবশ্য দাবি করেনি যে, ট্রাম্প এক্ষেত্রে কোন অন্যায় করেছেন। ঋণের যে পরিমাণ ট্রাম্প দেখিয়েছেন সে সম্পর্কে পত্রিকাটি বলেছে, এটি সঠিক হতে পারে কারণ ব্যবসার তথ্য প্রকাশ করা ট্রাম্পের জন্য বাধ্যতামূলক ছিল না। ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে বলে পত্রিকাটি মনে করে। ট্রাম্পের সম্পত্তি মূলত তার আর্থিক সহযোগীদের ওপর নির্ভরশীল। তার আর্থিক সহযোগীদের মধ্যে রয়েছে চীনের একটি বৃহৎ ব্যাংক। নির্বাচনী প্রচারাভিযানকালে ট্রাম্প চীনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শত্রু হিসেবে উল্লেখ করেন। তার আর্থিক সহযোগীদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বৃহৎ বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। এ ব্যাংক সম্পর্কে তিনি একবার বলেছিলেন, প্রতিষ্ঠানটির ওপর তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী হিলারির প্রভাব রয়েছে।
×