ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মডার্ন ডাইংয়ের দরবৃদ্ধির কোন কারণ নেই

প্রকাশিত: ০৬:২৮, ২২ আগস্ট ২০১৬

মডার্ন ডাইংয়ের দরবৃদ্ধির কোন কারণ নেই

শেয়ারবাজারে তালিকাভুক্ত মডার্ন ডাইং এ্যান্ড স্ক্রিন প্রিন্টিংয়ের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে এর পেছনে কোন কারণ নেই বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রবিবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসইর তদন্তের আলোকে মডার্ন ডাইং এ্যান্ড স্ক্রিন প্রিন্টিং কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। উল্লেখ্য, ৯ আগস্ট মডার্ন ডাইং এ্যান্ড স্ক্রিন প্রিন্টিংয়ের শেয়ার দর ছিল ১৩৮.৬ টাকা। এখান থেকে ৭ কার্যদিবসে ৯২.৮ টাকা বা ৬৭ শতাংশ বেড়ে রবিবার লেনদেন শেষে ২৩১.৪ টাকায় দাঁড়িয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×