ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেয়া কসমেটিকসের আয়োজনে বৃক্ষরোপণ

প্রকাশিত: ০৬:০৩, ২২ আগস্ট ২০১৬

কেয়া কসমেটিকসের  আয়োজনে  বৃক্ষরোপণ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেয়া কসমেটিকস লিঃ দেশের বিভিন্ন জেলায় প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ ও ১৪ আগস্ট রংপুরের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারী কলেজ, কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজ, মাহিগঞ্জ কলেজ ও দর্শনা বাছিরুন্নেসা উচ্চ ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাইশ হাজার ঔষধি, ফলদ, কাঠ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। দেশে সবুজ বনায়নের এই সুদীর্ঘ যাত্রায় কেয়া কসমেটিকসের এবারের বৃক্ষরোপণের মূলমন্ত্র ছিল- গাছই জীবন, গাছই আপন, সবুজে বাঁচতে বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণ কর্মসূচীর সফল আয়োজনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি আরও কয়েক শ’ তরুণ-তরুণী ভলান্টিয়ার হিসেবে যোগ দেয়। বৃক্ষরোপণের এই আয়োজন উদ্বোধন ও তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য উপস্থিত ছিলেন কেয়া কসমেটিকস লি: এর উচ্চপদস্থ কর্মকর্তা এবং কলেজ ও বিশ^বিদ্যালয়ের উপাচার্যসহ বিশেষ অতিথিবৃন্দ। -বিজ্ঞপ্তি
×