ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উন্নয়ন ব্যাহত হলে সবাইকে এর কুফল ভোগ করতে হবে ॥ ডাঃ কামরুল

প্রকাশিত: ০৬:০২, ২২ আগস্ট ২০১৬

উন্নয়ন ব্যাহত হলে সবাইকে এর কুফল ভোগ করতে হবে ॥ ডাঃ কামরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও বিদ্যুতসহ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি ও উন্নতি হয়েছে। উন্নয়নের এই সুফল যেমন দেশবাসী ভোগ করছেন, তেমনি কোন কারণে চলমান এ উন্নয়ন ব্যাহত হলে-এর কুফলও সকলকেই ভোগ করতে হবে। রবিবার সকাল ৯টায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচতলায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। এসময় বঙ্গবন্ধুর ম্যুরালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকেও পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। -বিজ্ঞপ্তি
×