ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ২৯ আগস্ট

প্রকাশিত: ০৬:০২, ২২ আগস্ট ২০১৬

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ২৯ আগস্ট

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আগামী ২৯ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। রবিবার রাজধানীর রেল ভবনে দুপুরে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক একথা জানান। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদ-উল আযহা পালিত হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ২৯ আগস্ট ৭ সেপ্টেম্বরের, ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের এবং ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করবে রেলওয়ে। একইভাবে ঈদ পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন হতে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট বিক্রি করা হবে। ৫ সেপ্টেম্বর ১৪ সেপ্টেম্বরের, ৬ সেপ্টেম্বর ১৫ সেপ্টেম্বরের, ৭ সেপ্টেম্বর ১৬ সেপ্টেম্বরের, ৮ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বরের এবং ৯ সেপ্টেম্বর ১৮ সেপ্টেম্বরের ফিরতি টিকেট বিক্রি করবে রেলওয়ে। রেলপথমন্ত্রী বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে সর্বোচ্চ ৪টি টিকেট দেয়া হবে এবং বিক্রীত টিকেট ফেরত নেয়া হবে না। স্পেশাল ট্রেন পরিচালনা সম্পর্কে মন্ত্রী বলেন, ঈদের পূর্বে ৩ দিন অর্থাৎ ৯ থেকে ১১ সেপ্টেম্বর এবং ঈদের পরের ৭ দিন ১৪ থেকে ২০ সেপ্টেম্বর (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) ৫ জোড়া ট্রেন চলবে, এছাড়া ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের জন্য স্পেশাল ২ জোড়া ট্রেনসহ মোট ৭ জোড়া ট্রেন চলাচল করবে। রেলমন্ত্রী বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনসমূহের (৭১১ উপকূল এক্সপ্রেস, ৭৮৫ বিজয় এক্সপ্রেস ও ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস ছাড়া) অফ-ডে (সাপ্তাহিক বন্ধ) থাকবে না।
×