ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীঘ্রই বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক

মূল্যসন্ত্রাস নিয়ন্ত্রণে দাম নির্ধারণ করে দেয়া হচ্ছে কোরবানির চামড়ার

প্রকাশিত: ০৬:০২, ২২ আগস্ট ২০১৬

মূল্যসন্ত্রাস নিয়ন্ত্রণে দাম নির্ধারণ করে দেয়া হচ্ছে কোরবানির চামড়ার

এম শাহজাহান ॥ মূল্য সন্ত্রাস নিয়ন্ত্রণে কোরবানির কাঁচা চামড়ার আগাম দাম নির্ধারণ করে দেয়া হচ্ছে। ঈদ-উল-আযহা সামনে রেখে এবারও কাঁচা চামড়ার দাম কমাতে তৎপর অসাধু ব্যবসায়ীরা। তবে তাদের কারসাজি বন্ধে চামড়ার অগ্রিম মূল্য নির্ধারণ করে দেবে সরকার। ব্যবসায়ীদের বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হবে। শীঘ্রই কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ, কাঁচা চামড়া সংগ্রহ এবং প্রক্রিয়াজতকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করবে বাণিজ্য মন্ত্রণালয়। ওই বৈঠকেই চামড়ার মূল্য নির্ধারণ করে দেয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য। জানা গেছে, হাজারীবাগ থেকে কারখানা সাভারে স্থানান্তর সংক্রান্ত জটিলতায় ইতোমধ্যে ব্যবসায়ীরা কাঁচা চামড়ার দামের ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন, সাভারে কারখানা প্রস্তুত হয়নি আর হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এ বাস্তবতায় চামড়ার দাম নিয়ে এক ধরনের সঙ্কট তৈরি হতে পারে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারে দাম কমে যাচ্ছে এ ধরনের শত অজুহাত দাঁড় করিয়ে ইতোমধ্যে চামড়ার মূল্য হ্রাস করা হয়েছে। কোরবানির আরও ২৫ দিন বাকি থাকতে মায়াকান্না শুরু করে দিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, চামড়ার দাম নিয়ে ব্যবসায়ীদের অপকৌশল বন্ধ না হলে এবারও ঠকবেন সাধারণ বিক্রেতারা। তাই আগেভাগে সরকারীভাবে ব্যবস্থা নিলে সিন্ডিকেট চক্রের তৎপরতা কিছুটা বন্ধ হতে পারে। এছাড়া চামড়ার ন্যায্য দাম পাওয়া গেলে সমাজের এতিম, অসহায়, মসজিদ, মাদ্রাসা ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোর দান-খয়রাত ও আর্থিক সহায়তা পাওয়া নিশ্চিত হবে।
×