ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অর্থমন্ত্রী জানালেন

২৪ সেপ্টেম্বরের আগে রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট প্রকাশ

প্রকাশিত: ০৫:৪৮, ২২ আগস্ট ২০১৬

২৪ সেপ্টেম্বরের আগে রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট প্রকাশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশী অর্থায়নে পরিচালিত প্রকল্প এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, প্রকল্প এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যাপারে শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। অর্থমন্ত্রী আরও বলেন, আগামী ২৪ সেপ্টেম্বরের আগে রিজার্ভ চুরির তদন্ত প্রকাশ করবে সরকার। ওই সময়ে তার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফর করার কথা রয়েছে। তার আগেই এই প্রতিবেদন প্রকাশ করা হবে। রবিবার সচিবালয়ে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে মন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে সাক্ষাকরেন। ওই সময় জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের প্রকল্প এলাকার নিরাপত্তা বৃদ্ধি করতে অর্থমন্ত্রীর কাছে আহ্বান জানান। এছাড়া বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাপানী নাগরিকদের নিরাপত্তার বিষয়ে অগ্রগতি জানতে চান তিনি। যদিও বিভিন্ন প্রকল্পে কর্মরত জাপানী নাগরিকদের নিরাপত্তার বিষয়ে এর আগে দেশটির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল। এরপরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ করার বিষয়ে কথা বলেন মুহিত। অর্থমন্ত্রী বলেন, বিদেশীদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার সময় যে সংখ্যক পুলিশ ছিল, বর্তমানে প্রায় তার দ্বিগুণ হয়েছে। আমরা নিজেরাই চিন্তা করছি সাহায্য সংস্থায় পরিচালিত প্রকল্পগুলোতে কি কি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা যায়। ইতিমধ্যেই পদ্মা সেতু প্রকল্পে সরকারের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে ভয়ঙ্কর জঙ্গী হামলায় ১৭ জন বিদেশীকে হত্যা করা হয়। এর মধ্যে জাপানের নাগরিক ছিলেন সাত জন। এরপর থেকে বাংলাদেশে কর্মরত নিজ দেশের নাগরিকদের জন্য সরকারের কাছে বিশেষ নিরাপত্তার দাবি জানিয়ে আসছিল জাপান। ইতোমধ্যে জাপানের রাষ্ট্রদূত স্বরাষ্ট্র এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নিরাপত্তার দাবি জানিয়েছিল। এদিকে, আগামী ২৪ সেপ্টেম্বরের আগেই রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রকাশ করা হবে। রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা তদন্তে সাবেক গবর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গত ১৫ মার্চ তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওই সময়ই জানান, বাজেটের কারণে তিনি ব্যস্ত। বাজেটের পরে প্রতিবেদন দেয়া হবে। গত ২১ জুলাই অর্থমন্ত্রী সংসদে বলেন, কয়েক দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা হবে। গত ৩০ মে ওই প্রতিবেদন হাতে পাওয়ার পর তা পড়ে দেখে প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন মুহিত। সেসময় তিনি জানিয়েছিলেন, বাজেট প্রস্তাব পেশের ১৫ থেকে ২০ দিন পর প্রতিবেদনটি প্রকাশ করা হবে। কিন্তু দীর্ঘসময় পরেও ওই প্রতিবেদন প্রকাশ করতে পারেনি অর্থমন্ত্রী। ভুয়া সুইফট মেসেজ পাঠিয়ে ৮ কোটি ১০ লাখ ডলার সাইবার চুরির ওই ঘটনায় কারা কারা জড়িত, সে বিষয়ে তদন্ত কমিটি কী কী সুপারিশ করেছেÑ সে তথ্য প্রকাশ করেননি অর্থমন্ত্রী। এদিকে, উইমেন চেম্বারের পক্ষ থেকে গতকাল অর্থমন্ত্রীর কাছে ২৫-৩০ কোটি টাকার বিশেষ তহবিল চাওয়া হয়। অর্থমন্ত্রী জবাবে বলেন, দেখি, এ ব্যাপারে কী করা যায়। উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
×