ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় কাঁচের সেতুর উদ্বোধন

প্রকাশিত: ০৫:৪৭, ২২ আগস্ট ২০১৬

সবচেয়ে বড় কাঁচের সেতুর উদ্বোধন

চীনের হুনান প্রদেশে তৈরি ‘বিশ্বের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে দীর্ঘ’ কাচের সেতুটি শনিবার দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। হুনান প্রদেশের ঝ্যাংঝাজি অঞ্চলে এ্যাভাটর পর্বতমালার একটি গিরিখাতের দুইপ্রান্তে সংযোগ সৃষ্টি করেছে ৪৩০ মিটার দীর্ঘ এই সেতু। ভূমি থেকে ৩০০ মিটার উঁচুতে অবস্থিত সেতুটি তৈরিতে ৩৪ লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। তিনস্তর বিশিষ্ট স্বচ্ছ কাচের ৯৯টি বিশাল বিশাল খণ্ড জোড়া দিয়ে সেতুটির পাটাতন তৈরি করা হয়েছে। চীনের কর্মকর্তাদের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে ৬ মিটার চওড়া সেতুটি নক্সা করেছেন ইসরাইলী স্থপতি হাইম ডুটন। অবকাঠামো ও নির্মাণশৈলীর কারণে সেতুটি এরই মধ্যে ‘বিশ্ব রেকর্ড’ গড়েছে বলে দাবি চীনা কর্মকর্তাদের। চীনাদের মধ্যে কাচের তৈরি সেতু নিয়ে এক ধরনের প্রবল আগ্রহ রয়েছে। এ ধরনের সেতুতে যোগব্যায়াম ও বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। যদিও নতুন সেতুটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে এখনও কিছু প্রশ্ন রয়েছে। কর্মকর্তারা জানান, কঠোর পরীক্ষার মাধ্যমে সেতুটির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। এ বছরের শুরুতে বড় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এমনকি যাত্রীভর্তি গাড়ি সেতুটির উপর দিয়ে চালিয়ে এর নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে। প্রতিদিন সর্বোচ্চ আট হাজার দর্শনার্থী এই সেতুর ওপর উঠতে পারবে। বিবিসি ও টেকক্রাঞ্চ অবলম্বনে।
×