ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জেএমবি জঙ্গী নিহত

প্রকাশিত: ০৫:৪৬, ২২ আগস্ট ২০১৬

টাঙ্গাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জেএমবি জঙ্গী নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ আগস্ট ॥ মধুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই জেএমবি জঙ্গী নিহত হয়েছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে টেলকির গায়রা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলম জানান, ২১ আগস্ট উপলক্ষে দেশে জঙ্গী হামলা ও মধুপুর বনাঞ্চলের খ্রীস্টানদের গির্জায় হামলা হতে পারে- এমন গোপন তথ্যের ভিক্তিতে শনিবার রাত থেকে ওই এলাকায় মধুপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায়। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল অবস্থান নেয় টেলকি এলাকার একটি গির্জার সামনে। রবিবার ভোর সাড়ে চারটার দিকে একটি মোটরসাইকেলে আসা দুই যুবককে সন্দেহ হলে তাদের সিগন্যাল দিয়ে থামতে বলে চেকপোস্টে কর্তব্যরত গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় মোটরসাইকেলে থাকা যুবকরা গোয়েন্দা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল, গুলি ও চাপাতি দিয়ে হামলা চালায়। গোয়েন্দা পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে দুই যুবক গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি, একটি খালি গুলির খোসা, দুটি চাপাতি, বোমা তৈরির নির্দেশিকা, বেশ কিছু জিহাদী লিফলেট, নগদ ১২শ’ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করে। পুলিশ সুপার আরও জানান, নিহতদের চলাফেরা, গতিবিধি, উদ্ধারকৃত আলামত ইত্যাদি পর্যালোচনা করে বোঝা যায়, এরা জেএমবি জঙ্গী সংগঠনের সদস্য। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, রবিবার দুপুরে নিহত দুই যুবকের লাশের ময়নাতদন্ত টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে করা হয়েছে। এদের বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে। মুখে দাড়ি আছে। সন্ত্রাস দমন আইনে এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুই দিনের রিমান্ডে ‘আনসার রাজশাহী’র দুই জঙ্গী ॥ স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীর বাগমারা থেকে গ্রেফতার নতুন জঙ্গী সংগঠন ‘আনসার রাজশাহী’র দুই সদস্য আমিনুল ইসলাম ওরফে রুমি ও এনামুল হক ওরফে সবুজকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪ এর বিচারক একরামুল করিম তাদের রিমান্ড মঞ্জুর করেন।
×