ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

এগিয়ে গিয়ে মোহামেডানের দুর্ভাগ্যের ড্র!

প্রকাশিত: ০৯:০১, ২১ আগস্ট ২০১৬

এগিয়ে গিয়ে মোহামেডানের দুর্ভাগ্যের ড্র!

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে দেশীয় ফুটবলের সবচেয়ে বেশি ১২ বার লীগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলের শনিবারের দ্বিতীয় ও রাতের খেলায় তারা দু’দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি! প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড (দু’বারের লীগ শিরোপাধারী) প্রতিবারই গোল শোধ করে সমতায় ফিরেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচটি তাই ড্র হয় ২-২ গোলে। মোহামেডানের তৌহিদুল আলম সবুজ এবং মাসুদ রানা যথাক্রমে ১ ও ১৭ মিনিটে দুটি গোল করলে ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’রা এগিয়ে যায় ২-০ গোলে। নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে জোড়া গোল করলে (২২ ও ৬২ মিনিটে) ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত গোপীবাগের দল ব্রাদার্স সমতায় ফেরে। নিজেদের ষষ্ঠ ম্যাচে এটা মোহামেডানের পঞ্চম ড্র। ৫ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা ব্রাদার্সেরও পঞ্চম ড্র। তাদেরও পয়েন্ট ৫। তবে মোহামেডানের চেয়ে কম গোল করার জন্য তারা আছে নবম স্থানে (১২ দলের মধ্যে)। উল্লেখ্য, এটা ছিল লীগের ষষ্ঠ রাউন্ডের শেষ ম্যাচ (ম্যাচ নং ৩৬)। আগামী ২৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এএফসি অনূর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব’ এবং একই ভেন্যুতে আগামী ৬ সেপ্টেম্বর ‘এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে অফ’ ম্যাচে ভুটানের বিপক্ষে হোম ম্যাচের জন্য ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রিমিয়ার লীগের বিরতি থাকবে। যথারীতি আবার ৮ সেপ্টেম্বর থেকে লীগের সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।
×