ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লালমনিরহাট সীমান্তে বিএসএফের স্থাপনা নির্মাণে বিজিবির বাধা

প্রকাশিত: ০৮:৫৬, ২১ আগস্ট ২০১৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের স্থাপনা নির্মাণে বিজিবির বাধা

বিডিনিউজ ॥ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় নো-ম্যান্স ল্যান্ডের বাংলাদেশ অংশে স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে বিএসএফ, যাতে বাধা দিয়েছে বিজিবি। শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, হাতিবান্ধা উপজেলার সিংঙ্গীমারী সীমান্তে ৮৯৪ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে বাংলাদেশ অংশে স্থাপনা তৈরি করা হচ্ছে। প্রায় ২০০ মিটার লম্বা একটি ইটের দেয়াল বাংলাদেশ অংশে তৈরি করা হয়েছে। বিজিবি-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান হায়াতী বলছেন, বিজিবির বাধার মুখে বিএসএফ নির্মাণকাজ বন্ধ রেখেছে। “এ বিষয়ে শনিবার দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার কথা থাকলেও তা পিছিয়ে দেয়া হয়েছে। সোমবার বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর একসঙ্গে বসার কথা রয়েছে।”
×