ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদার নেতৃত্বে রুখে দাঁড়াতে হবে ॥ মোশাররফ

প্রকাশিত: ০৮:২৬, ২১ আগস্ট ২০১৬

খালেদার নেতৃত্বে রুখে দাঁড়াতে হবে ॥ মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ বিরোধী কণ্ঠস্বর কারাগারে বন্দী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, জনগণকে ভয় পেয়ে সরকার সমগ্র দেশকে কারাগারে পরিণত করেছে। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেয়র মান্নান মুক্তি পরিষদ এ প্রতিবাদ সভার আয়োজন করে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে ড. মোশাররফ বলেন, সরকারের অন্যায়-অত্যাচার থেকে মুক্তি পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। তিনি মেয়র মান্নানের মুক্তির দাবিতে গাজীপুরের প্রত্যেক উপজেলা ও ইউনিয়নে আলোচনা শুরুর আহ্বান জানিয়ে বলেন, পর্যায়ক্রমে গণআন্দোলনের মাধ্যমে তাঁর মুক্তি নিশ্চিত করতে হবে। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, সাংবাদিক নেতা এম আবদুল্লহ প্রমুখ। হজ ব্যবস্থাপনা নিয়ে তুঘলকি কান্ড চলছে - আলাল : প্রতিবছরের মতো এবারও দেশে হজ ব্যবস্থাপনায় অনিয়ম চরম পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের ভাষ্য মতে ১৫টি হজ ফ্লাইট ইতোমধ্যে বাতিল হয়ে যাওয়ায় ৭ হাজার হজ যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়াসহ হজ ব্যবস্থাপনা নিয়ে তুঘলকি কান্ড চলছে । হাজি সাহেবদের নিয়ে এহেন ঘটনায় বিএনপি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।
×