ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় ফসলি জমিতে কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৮:০৫, ২১ আগস্ট ২০১৬

গজারিয়ায় ফসলি জমিতে কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রতিবাদে সমাবেশ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার ষোলআনী ও দৌলতপুরে তিন ফসলি জমিতে প্রস্তাবিত কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রতিবাদে সমাবেশ হয়েছে। শনিবার সন্ধ্যায় দৌলতপুর বালুর মাঠে প্রতিবাদ সভায় জমির মালিকসহ এলাকার কয়েক হাজার মানুষের সমাবেশ হয়। সমাবেশকারীরা প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানায়। গজারিয়া উপজেলার গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গজারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান, আলহাজ মোহাম্মদ কলিমউল্লাহ, ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহ, সমাজকর্মী সাইদুর রহমান খান ও গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম। গজারিয়ায় ৩১৪ একর জমির ওপর ৩৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের রুরাল পাওয়ার কো¤পানি লিমিটেড (আরপিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে।
×