ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিপিবি বাসদের অবস্থান

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র থেকে সরে আসার আহ্বান

প্রকাশিত: ০৮:০২, ২১ আগস্ট ২০১৬

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র থেকে সরে আসার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের উদ্যোগ থেকে সরে না এলে রাজনীতির গতি পাল্টে যেতে পারে বলে প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছে সিপিবি ও বাসদ জোট। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির অবস্থান কর্মসূচীতে দুই বামপন্থি দলের শীর্ষ নেতারা একই সুরে কথা বলেন। কর্মসূচীতে বিভিন্ন বাম রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কমিউনিস্ট পার্টিও সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রামপালে এই কয়লাচালিত বিদ্যুতকেন্দ্র অবশ্যই বন্ধ করতে হবে। যে আন্দোলনের জাগরণ সারা দেশব্যাপী আমরা সূচনা করেছি সেটা স্তব্ধ হবে না। সেই আগুনে রাজনীতির পরিণতি কী হবে সেটা সরকারকে ভেবে দেখার অনুরোধ করছি। এসময় অন্যদের মধ্যে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ উপস্থিত ছিলেন। সকালে শুরু হওয়া এই কর্মসূচী চলে বিকেল ৫টা পর্যন্ত। অবস্থানে প্রতিবাদী গান, নাটিকা, মুক্ত ক্যানভাসে ছবি আঁকাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের ফাঁকে ফাঁকে চলে বক্তৃতা। কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ১৬ কোটি মানুষের মধ্যে ১ হাজার ৬০০ মানুষও এ প্রকল্প চায় না। এটা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রকল্পে যাঁরা জড়িত, তাঁদের নাম ১০ থেকে ১৫ বছর পরে মানবতাবিরোধী অপরাধীদের সঙ্গে উচ্চারিত হবে। অবস্থান কর্মসূচীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পাটি, গণসংহতি আন্দোলন, গণতান্ত্রিক বাম মোর্চা, সুজন, নাগরিক ঐক্যসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
×