ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জ্ঞান ফেরেনি জালালের

বরিশালে পেট থেকে কাঁচের বোতল উদ্ধার রহস্যের জট খোলেনি

প্রকাশিত: ০৭:৪৮, ২১ আগস্ট ২০১৬

বরিশালে পেট থেকে কাঁচের বোতল উদ্ধার রহস্যের জট খোলেনি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অস্ত্রোপচারের মাধ্যমে ভোলার জালাল উদ্দিনের পেটের ভেতর থেকে কাঁচের বোতল উদ্ধারের দুদিন পরও রোগীর জ্ঞান না ফেরায় বোতল রহস্যের জট খোলেনি। নগরীর পেয়ারা রোডের হেলথ কেয়ার ক্লিনিকের অস্ত্রোপচারকারী চিকিৎসক জানিয়েছেন, রবিবার সকালের মধ্যে জালালের জ্ঞান ফিরলে বিষয়টি জানা যাবে। ডাক্তারের ধারণা, তখনই পেটে কাঁচের বোতল ঢোকার রহস্য উন্মোচিত হবে। ক্লিনিক সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রাতে পেটে প্রচ- ব্যথা নিয়ে হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি হন ভোলা জেলার লালমোহন থানার ফরাসগঞ্জ গ্রামের আব্দুল মোনাজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৪০)। ক্লিনিকের চিকিৎসক জাহাঙ্গীর আলম সেলিম জানান, রোগীর এক্সরে করে তার পেটের ভেতর বোতলসদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। শুক্রবার সন্ধ্যায় রোগীর স্বজনদের ইচ্ছায় পেট কেটে দুই ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে কাঁচের বোতলটি বের করা হয়। ক্লিনিকের ডাঃ জাহাঙ্গীর আলম সেলিম বলেন, আমার চিকিৎসা জীবনে এত বড় বোতল পায়ুপথ দিয়ে পেটে ঢোকার কোন বিষয় নিয়ে অপারেশনের কথা আমি কোনদিন শুনিনি। ঘটনার রহস্য উদঘাটনের জন্য তিনি আজ রবিবার সকাল পর্যন্ত সংবাদকর্মীদের অপেক্ষা করতে বলেন। রোগীর স্বজনদের বরাত দিয়ে ডাঃ সেলিম আরও বলেন, তারাও তেমন কিছু বলতে পারছেন না। তবে বোতলটি যে প্রচ- চাপ প্রয়োগ করে জালাল উদ্দিনের পায়ুপথ দিয়ে পেটে ঢোকানো হয়েছে তা নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা।
×