ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হকিতে ব্রিটেন ও ফুটবলে জার্মানি নারী দলের প্রথম স্বর্ণজয়

প্রকাশিত: ০৭:০৭, ২১ আগস্ট ২০১৬

হকিতে ব্রিটেন ও ফুটবলে জার্মানি নারী দলের প্রথম স্বর্ণজয়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম স্বর্ণপদক জয়ের আনন্দই আলাদা। আর এমনই অনুভূতিতে আচ্ছন্ন হয়েছে গ্রেট ব্রিটেনের নারী হকি দলের সদস্যরা। অলিম্পিকে মেয়েদের হকিতে প্রথমবারের মতো স্বর্ণপদক করায়ত্ত করেছে দলটি। ফাইনালে তারা পেনাল্টি শূট আউটে ২-০ গোল হারায় হল্যান্ডকে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের ফাইনালে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হয় ম্যাচটি। ফলে খেলার ফল নিষ্পত্তির জন্য খেলা গড়ায় পেনাল্টি শূট আউটে। এদিকে রিও অলিম্পিকের নারী ফুটবলের শিরোপা জিতছে জার্মানি। ফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে জার্মান মেয়েরা প্রথমবারের মতো অলিম্পিকের স্বর্ণজয়ের কৃতিত্ব দেখায়। মারাকানায় অনুষ্ঠিত ফাইনালে আটবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির হয়ে গোল করেন মারোজান। বাকি গোলটি আসে সুইডিশ ফুটবলার লিন্ডা সেমব্রান্টের আত্মঘাতী গোলে। সুইডেনের হয়ে একমাত্র গোলটি করেন স্টিনা ব্লাকস্টেইনাস। জিতলে প্রথমবারের মতো সোনা জিতত সুইডেনও। শ্রেষ্ঠত্ব অটুট রাখলেন ক্যারোলিনা স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ মহিলা ব্যাডমিন্টন তারকা ক্যারোলিনা ম্যারিন রিও অলিম্পিকে স্বর্ণ জিতবেন এমনটাই ছিল প্রত্যাশিত। সেটাই সত্য হলো, ফাইনালে ভারতীয় প্রতিপক্ষ পুসারলা ভেঙ্কটা সিন্ধুকে ২-১ সেটে হারিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। আর পুরুষদের ডাবলসে মালয়েশিয়াকে হারিয়ে স্বর্ণ জিতেছে চীন। চীনের দুই তারকা ফু হাইফেং ও ঝ্যাং নান মালয়েশিয়ার গোহ ভি শেম ও ট্যান উই কিয়ংকে হারিয়ে দেন। যদিও মালয়েশিয়া প্রথম গেমে ২১-১৬ ব্যবধানে জিতে এগিয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তী দুই গেমে ২১-১১ ও ২৩-২১ ব্যবধানে জিতে স্বর্ণ জয় করেন।
×