ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫ কি.মি. স্বর্ণ জিতলেন কেনিয়ার ভিভিয়ান চেরুইয়োট, ২০ কি.মি. হাঁটায় স্বর্ণ চীনের হংয়ের

অনন্য উচ্চতায় এ্যালিসন ফেলিক্স

প্রকাশিত: ০৭:০৫, ২১ আগস্ট ২০১৬

অনন্য উচ্চতায় এ্যালিসন ফেলিক্স

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে ৪ গুণিতক ১০০ মিটার রিলেতেও মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বর্ণ উপহার দিলেন এ্যালিসন ফেলিক্স। ৪১.০১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে স্বর্ণ জেতেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রমীলা এ্যাথলেটরা। সেইসঙ্গে নতুন এক কীর্তিও গড়লেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা এ্যাথলেট হিসেবে পাঁচ স্বর্ণ জয়ের স্বাদ পেলেন এ্যালিসন ফেলিক্স। অসামান্য এই কীর্তি গড়ে দারুণ আনন্দিত ফেলিক্স। তবে কৃতিত্ব দিচ্ছেন পুরো দলকেই। প্রতিযোগিতার শেষে আমেরিকার এই প্রতিভাবান এ্যাথলেট বলেন, ‘আজ আমরা প্রকৃতপক্ষেই অনেক বেশি শক্তিশালী ছিলাম। প্রতিযোগিতার পুরোটা সময় জুড়েই আমাদের আধিপত্য ছিল।’ চার বছর আগে লন্ডন অলিম্পিকেও ৪ গুণিতক ১০০ মিটারে স্বর্ণপদক জিতেছিলেন ফেলিক্স। এবারও রিলেতে নিজেদের আধিপত্য ধরে রাখলেন তারা। ফেলিক্সি ৪ গুণিতক ৪০০ মিটারে বেইজিং ও লন্ডনে স্বর্ণ জিতছিলেন। এছাড়া ব্রিটিশদের রাজধানীতে ২০০ মিটারে ব্যক্তিগত স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। এছাড়া এ সপ্তাহের শুরুতেই রৌপ্যপদক জিতেছিলেন ফেলিক্স। তাই পাঁচ স্বর্ণপদকসহ বর্তমানে তার মোটপদক সংখ্যা ৭। যা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্র্যাক এ্যান্ড ফিল্ডের ইতিহাসের সফল প্রমীলা এ্যাথলেটদের মধ্যে জায়গা করে দিয়েছে। নিজের ক্যারিয়ার নিয়ে দারুণ তৃপ্ত ফেলিক্স নিজেও। এ প্রসঙ্গে এ্যালিসন ফেলিক্স বলেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে আমি খুবই সন্তুষ্ট। পেছনের দিকে ফিরে তাকালেই দেখতে পাই যে ট্র্যাক এ্যান্ড ফিল্ড আমাকে কত কিছুই না দিয়েছে।’ রিও অলিম্পিক স্টেডিয়ামে ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছে জ্যামাইকা। রৌপ্যপদক জিততে জ্যামাইকার প্রমীলা স্প্রিন্টাররা সময় নিয়েছেন ৪১.৩৬ সেকেন্ড। আর তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে গ্রেট ব্রিটেন। ৪১.৭৭ সেকেন্ড টাইমিং নিয়ে ব্রোঞ্জ জিতেছে তারা। গ্রেট ব্রিটেনের প্রমীলা এ্যাথলেটদের এটা জাতীয় রেকর্ডও। এদিকে ২০ কিলোমিটার হাঁটায় স্বর্ণপদক জিতেছেন চীনের লিউ হং। ১ ঘণ্টা ২৮ মিনিট ৩৫ সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতা শেষ করে স্বর্ণপদক জয়ের স্বাদ পান তিনি। এই ইভেন্টে মেক্সিকোর মারিয়া গোঞ্জালেজকে পেছনে ফেলে প্রথম হন বিশ্বচ্যাম্পিয়ন লিউ। লিউ হং এবং মারিয়া গোঞ্জালেজের পর তৃতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে ব্রোঞ্জ জিতেছেন লিউ হংয়েরই স্বদেশী লিয়াউ জিওযাই। এদিকে ৫,০০০ মিটারে কেনিয়াকে স্বর্ণপদক জেতালেন ভিভিয়ান চেরুইয়োট। এই ইভেন্টে গত তিন টুর্নামেন্টে দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ জিতেছিলেন ভিভিয়ান। তারপরও দমে যাননি তিনি। রিওতে পেলেন স্বপ্নের স্বর্ণপদক জয়ের স্বাদ।
×