ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সমাপনীতে বাগড়া দিতে পারে বৃষ্টি

প্রকাশিত: ০৭:০৪, ২১ আগস্ট ২০১৬

সমাপনীতে বাগড়া দিতে পারে বৃষ্টি

স্পোর্টস রিপোর্টার ॥ নানাবিধ আলোচনা, বিতর্ক এবং জল্পনা-কল্পনা ছিল। কিন্তু সবই চাপা পড়ে গেছে দুর্দান্ত প্রতিযোগিতা শুরুর পর। আড়াই সপ্তাহ ধরে পুরো বিশ্বের নজর নিবদ্ধ ছিল রিও ডি জেনিরো শহরের দিকে। কারণ ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে বিবেচিত অলিম্পিক নামের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ মঞ্চায়িত হয়েছে ব্রাজিলের এই শহরে। প্রথমবার লাতিন আমেরিকায় এমন ক্রীড়া মহাযজ্ঞ সফলভাবে আয়োজিত হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। কিন্তু নির্বিঘেœই শেষ হতে চলেছে রিও অলিম্পিক। আজ শেষ দিনের প্রতিযোগিতা শেষেই বাংলাদেশ সময় অনুসারে সোমবার ভোরে অনুষ্ঠিত হবে সমাপনী উৎসব। এটিকেও বর্ণাঢ্যভাবেই আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন আয়োজকরা। তবে সবকিছু মাটি করে দিতে পারে বৈরী প্রকৃতি। আবহাওয়াবিদরা বলছেন ঝড়োহাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি নামতে পারে সমাপনী অনুষ্ঠানে। ব্রাজিলিয়ানদের জন্য এর সঙ্গে আরেকটি দুঃসংবাদ হচ্ছে কিংবদন্তি ফুটবলার সমাপনী উৎসবেও থাকতে পারছেন না বলে জানিয়েছেন আয়োজকরা। পেলে এবার রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ভূমিকার দায়িত্ব পেয়েছিলেন। মশাল জ্বালিয়ে শুভসূচনার অনুষ্ঠানটার শুরু হতো তার মাধ্যমেই। কিন্তু স্বাস্থ্যগত সমস্যার কারণে পেলে শেষ মুহূর্তে আর উপস্থিত হতে পারেননি। সমাপনী উৎসবেও তার গুরুদায়িত্ব পালনের কথা ছিল। সেখানেও তিনি উপস্থিত হতে পারবেন না হিপ সার্জারির পূনর্বাসন প্রক্রিয়া এখন পর্যন্ত চলার কারণে। এ বিষয়ে সমাপনী উৎসবের নির্বাহী প্রযোজক আবেল গোমেজ বলেন, ‘পেলে সমাপনী উৎসবের কোন কিছুতেই থাকছেন না।’ গেমসের মুখপাত্র মারিও আন্দ্রাদা বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই আমরা তার সঙ্গে কোন ধরনের যোগাযোগ করতে পারিনি। কিন্তু তিনি যদি থাকতেন সেটা হতো আমাদের জন্য দারুণ আনন্দের ব্যাপার।’ পেলে নিজেও অবশ্য দু’দিন আগে টুইটারে লিখেছিলেন যে, তিনি আশা প্রকাশ করছেন সমাপনী উৎসবে থাকার। কিন্তু আয়োজক নেতাদের কথায় স্পষ্ট হয়ে যাচ্ছে পেলে এবারও থাকছেন না। সমাপনী উৎসবের আয়োজন প্রায় সম্পন্ন করে ফেলেছেন আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মারাকানা স্টেডিয়ামেই হবে সমাপনী উৎসব। এবার বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান সবার নজর কেড়েছিল। গেমস শুরুর আগে জিকা ভাইরাস, নিরাপত্তা হুমকি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ড্রাগ গ্রহণের জন্য রাশিয়ার অনেক ক্রীড়াবিদ নিষিদ্ধ হওয়া, অনেক ব্রাজিলীয় মানুষের গেমসের বিরোধিতা এবং ব্রাজিলে অস্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সফলভাবে অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেসব ধামাচাপা পড়ে গেছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতাগুলোর মাধ্যমে। সফলভাবেই শেষ হওয়ার অপেক্ষায় এখন রিও অলিম্পিক। কিন্তু সমাপনী উৎসব ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে। আবহাওয়াবিদরা জানিয়েছেন সমাপনী অনুষ্ঠানের সময় ৪৮ কিলোমিটার বেগে বাতাস বইবে। সঙ্গে থাকবে ভারি বৃষ্টি। সারাদিনে মোট ১.৩ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাপমাত্রা কমে ১৮ ডিগ্রী সেলসিয়াসে নেমে যাবে। এ কারণে সমাপনীতে আগত দর্শকদের বেশ ভারি রেইনকোট নিয়ে আসার আহ্বানও জানানো হয়েছে। মূল অনুষ্ঠান হবে মাত্র ৩০ মিনিটের। সবমিলিয়ে এটা শেষ হতে প্রায় আড়াই ঘণ্টা লাগতে পারে। অনুষ্ঠানে নাচিয়ে, গাইয়েদের নৈপুণ্য ছাড়াও থাকবে ব্রাজিলীয় সঙ্গীত ও সংস্কৃতির মনোলোভা প্রদর্শনী। অলিম্পিক পতাকা দেয়া হবে জাপানের রাজধানী টোকিও শহরের গবর্নর ইউরিকো কোইকির হাতে। ব্রাজিলের অলিম্পিক কমিটি সেটা হস্তান্তর করবে। কারণ ২০২০ সালে টোকিওতে হবে পরবর্তী অলিম্পিক। উদ্বোধনী অনুষ্ঠান যারা প্রযোজনা করেছিলেন তারাই সমাপনী উৎসব বানিয়েছেন। এর বাজেট ২০১২ লন্ডন অলিম্পিক সমাপনীর ১০ ভাগের মাত্র ১ ভাগ। এরপরও মনোমুগ্ধকর একটি সমাপনী অনুষ্ঠান হবে বলেই প্রত্যাশা আয়োজকদের। নরওয়ের ইলেক্ট্রনিক সঙ্গীতজ্ঞ কাইগো পারফর্ম করবেন ‘ক্যারি মি’, সঙ্গে থাকবেন জুলিয়া মাইকেলস। ব্রাজিলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল টেমার উদ্বোধনীতে দুয়োধ্বনি শুনেছিলেন। তাই সমাপনীতে থাকছেন না তিনি। গেমস সমাপ্তি ঘোষণা করবেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ। আর বক্তব্য দেবেন আয়োজক কমিটির প্রধান কার্লোস আর্থার নুজম্যান।
×