ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৪, ২১ আগস্ট ২০১৬

টুকরো খবর

মাদক বিক্রেতা আটক ॥ পুলিশ ক্যাম্পে হামলা নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২০ আগস্ট ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মাদক উদ্ধার অভিযানে বাধা দেয়ায় পুলিশ ২৫ রাউন্ড গুলি চালিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ আটজনকে আটক করেছে বলে জানা গেছে। শুক্রবার রাত ১১টার দিকে খলিশাকু-ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাদক বিক্রয়ের গোপন খবর পেয়ে পুলিশ খলিশাকু-ি কলেজপাড়া এলাকার আব্দুর রমমানের বাড়িতে হানা দেয়। এ সময় আব্দুর রহমানের ভাতিজা মাসুদ চ্যালেঞ্জ করলে পুলিশ তাকে আটক করে। মাসুদকে আটকের খবর পেয়ে স্থানীয়রা পুলিশের ওপর চড়াও এবং পুলিশকে ঘিরে রাখার চেষ্টা করে। এ সময় মাসুদকে বেধড়ক মারপিট করলে বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সালিশে হামলায় ১০ জন আহত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে সালিশে হামলায় দুই নারীসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টায় সদর উপজেলার বকুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার বকুলতলা গ্রামের মোল্লাবাড়ি জামে মসজিদে আরবি পড়া নিয়ে গ্রামের নজরুল মোল্লার শিশুপুত্র নাজমুলকে মসজিদের ইমাম মারধর করেন। এ নিয়ে শনিবার সকালে মোল্লাবাড়িতে সালিশ বৈঠক বসে। এ সময় এলাকার সোহরাব ও মিলন মোল্লার লোকজন ইমামের পক্ষ থেকে শাহীন মোল্লার লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শাহীন মোল্লার স্ত্রী শিরিনা বেগমসহ ১০ জন আহত হন। বঙ্গবন্ধুকে কটূক্তি, ২ শিবিরকর্মীকে পুলিশে সোপর্দ রাবি সংবাদদাতা ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিপূর্ণ স্ট্যাটাস শেয়ার দেয়া দুই শিবিরকর্মীকে শনাক্ত করে পুলিশে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল থেকে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলোÑ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজিবুল হাসান সৈকত ও রাজশাহী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক। নিয়োগ দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২০ আগস্ট ॥ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সদ্য বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ কর্মসূচী হয়েছে। শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে প্রকল্পের মাঠ সহকারী কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচীতে একটি খামার প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২০ আগস্ট ॥ কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের শত শত ছাত্রী বিক্ষোভ মিছিল করে। পরে স্কুলের কেবিনেট নেত্রী মেহেকের নেতৃত্বে ঘটনায় জড়িতের শাস্তির দাবিতে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সেøাগানসহকারে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এক রাতে সাত গরু চুরি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ আগস্ট ॥ বদলগাছী উপজেলার পল্লীতে এক রাতে একই গ্রামে সাত গরু চুরি গেছে। এ ঘটনায় স্থানীয় কৃষকরা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। জানা গেছে, শুক্রবার রাত দুটোর দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামের এনামুল হক এবং রফিকুল ইসলামের বাড়িতে গরুচোরের দল হানা দিয়ে এনামুল হকের দুটি গাভী, একটি বকনা ও দুটি বাছুর যার মূল্য প্রায় এক লাখ ১৫ হাজার টাকা এবং রফিকুল ইসলামের একটি এঁড়ে ও একটি বকনা গরু যার মূল্য প্রায় পঁচাত্তর হাজার টাকা চুরি করে নিয়ে যায়। কোস্টগার্ড-দস্যু বন্দুকযুদ্ধ ॥ ১০ অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে। শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়ার বাইনতলা খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে কোস্টগার্ড দস্যুদের ফেলে যাওয়া ১০টি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, একটি মোবাইল ফোনসেট ও নৌকা উদ্ধার করে। তবে এতে কেউ হতাহত হয়নি। মংলা কোস্টগাড জানায়, দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়ার বাইনতলা খাল এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সেখানে কোস্টগার্ড অভিযান চালায়। বাবা-মা ও মেয়েকে পিটিয়ে আহত নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২০ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মা-মেয়েসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রোজিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে আতলাশপুর এলাকার হারুন মিয়ার সঙ্গে মোকারম মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে হারুন মিয়া ময়লা পানি মোকারম মিয়ার বাড়িতে ফেলেন। মোকারম মিয়া তাকে ময়লা পানি ফেলতে নিষেধ করেন। চাকরি দাবিতে রাস্তায় প্রকল্পের কর্মচারীরা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন করা হয়। বন্ধ হওয়া প্রকল্পের বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধনে রাজশাহী বিভাগের আট জেলার চাকরি হারানো সাত শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। বন্ধ হওয়া প্রকল্পের রাজশাহী বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি অশি কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনÑ সাধারণ সম্পাদক সেলিম উর রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি সুলতানা রাজিয়া ও সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম। গজারিয়ায় লঞ্চে ডাকাতি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় বরযাত্রীবাহী লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ, মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লঞ্চের মালিকসহ ৬ জনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। আটককৃতরা হলেন, লঞ্চের মালিক আঃ সালাম শেখ, স্টাফ নূরুল হক (৪০), মাস্টার মোঃ সাহেদ আলী (৪৪), কেরানী আব্দুল হাই (৪৫) আবুল কাশেম ও মনির হোসেন। শুক্রবার রাত পৌনে আটটার দিকে গজারিয়ার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। হেরোইনসহ আটক দুই স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে আলাদা দুটি অভিযানে এবার প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৭০০ গ্রাম হেরোইনসহ দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী পৌরসভার ভগবন্তপুর ও সারাংপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলোÑ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরকোদালকাটি গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন ওরফে জুয়েল এবং একই উপজেলার চরহাকিমপুর গ্রামের সায়েদ আলীর ছেলে তাসিকুল ইসলাম। মেঘনার ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২০ আগস্ট ॥ মেঘনার ভাঙ্গনের হাত থেকে দ্বীপজেলা ভোলাকে রক্ষায় দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকালে ভোলা সদর রোডে নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনসহ নানা শ্রেণী-পেশার লোক অংশগ্রহণ করেন। মানববন্ধনে নাগরিক অধিকার ফোরামের সভাপতি কাজল কৌশিকের সভাপত্বিতে বক্তব্য রাখেনÑ ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাংবাদিক শওকাত হোসেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, নজরুল হক অন প্রমুখ। মেধাবৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের ১৮টি উচ্চ বিদ্যালয়ের ৩৪ কৃতী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নিয়ে মেধারভিত্তিতে সপ্তম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়। টঙ্গীবাড়ি থানা জনকল্যাণ সংঘ বিগত নয় বছর ধরে বৃত্তিটি প্রদান করছে। শনিবার টঙ্গীবাড়ি উপজেলার সাতুল্লাস্থ সংঘটির নিজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। আয়োজক সংগঠনটির সভাপতি সোহেল মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রবীণ প্রধান শিক্ষক খগেন্দ্র চন্দ্র ম-ল, পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র বিশ্বাস, কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান, আব্দুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, টঙ্গীবাড়ি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়ায়েব মিয়া ও সোনারং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রবীণ শিক্ষক বিমল পাল প্রমুখ। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১০ জনকে ২ হাজার, সাধারণ গ্রেডে ২০ জনকে দেড় হাজার এবং কোটাভিত্তিক চারজনকে এক হাজার টাকা করে প্রদান করা হয়। সঙ্গে দেয়া হয় সদনপত্র। পঞ্চগড়ে গৃহবধূকে গাছে বেঁধে ও পুড়িয়ে হত্যার চেষ্টা ॥ আটক ৫ স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পরকীয়ার জের ধরে এক গৃহবধূকে হত্যা চেষ্টায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার হাড়িভাষা দেবীজাদু গ্রামের আব্দুর রহিমের বাড়ি থেকে আহত গৃহবধূ রোজিনাকে উদ্ধার করে পুলিশ। এ সময় পাঁচজনকে আটক করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, দেবীজাদু গ্রামের মোবারক আলীর ছেলে আব্দুর রহিম ও একই গ্রামের আজিজার রহমানের স্ত্রী রোজিনার দীর্ঘদিন পরকীয়া সম্পর্ক চলে আসছিল। রোজিনাকে রহিম বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৭ আগস্ট পার্শ্ববর্তী কামাত কাজলদীঘি ইউনিয়নের মাছপাড়া গ্রামের এক পরিচিতের বাড়িতে রেখে পালিয়ে যায়। ওই দিনই সন্ধ্যায় রোজিনা বিয়ের দাবি নিয়ে আব্দুর রহিমের বাড়িতে যায় এবং সেখানে অবস্থান করতে থাকে। রহিমের বাড়ির লোকজন রোজিনাকে বেধড়ক মারপিট করে এবং বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে। গত কয়েকদিন ধরে নির্যাতন চালানোর পর শনিবার সকালে রহিম ও তার পরিবারের সদস্যরা রোজিনাকে গাছে বেঁধে মারধরের একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে ও শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। রোজিনার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রোজিনাকে উদ্ধার করে এবং আব্দুর রহিমের বাড়ি ঘেরাও করে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোজিনাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলোÑ রোজিনার প্রেমিক রহিমের বাবা মোবারক আলী, রহিমের স্ত্রী হাসনা বেগম, বোন ফরিদা খাতুন, সুরভী আক্তার এবং রহিমের ভগ্নিপতি সাতমোড়া ইউনিয়নের পাখিলাগা গ্রামের মৃত সহির উদ্দিনের ছেলে আব্দুর রহিম। ঘটনার পর প্রেমিক রহিম পলাতক রয়েছে। সাফাই গাইলেন খুবির অধ্যাপক হারুন চৌধুরী স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দৈনিক জনকণ্ঠের বিরুদ্ধে আদালতে মামলা করার দুইদিন পর সংবাদ সম্মেলন করে নিজের পক্ষে সাফাই গাইলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। শনিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে গত ৩ আগস্ট দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘বিভ্রান্তিই হাতিয়ার রামপাল বিদ্যুত কেন্দ্র বিরোধী আন্দোলন’ শিরোনামে সংবাদের একাংশের প্রতিবাদ জানান তিনি। লিখিত বক্তব্যে তিনি শিক্ষক ও গবেষক হিসেবে নানা কার্যক্রমের বিবরণ তুলে ধরে বলেন, ‘২০১৩ সালে তিনি ঢাকায় কোন সংবাদ সম্মেলন করেননি। তার গবেষণাটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের মতো করে ব্যবহার করছে।’ ‘তিনি জামায়াতপন্থী’ শিক্ষক নন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। সংবাদ সম্মেলনে সিনিয়র এক সাংবাদিক অধ্যাপক আব্দুল্লা হারুন চৌধুরীর কাছে জানতে চান প্রকাশিত সংবাদে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে প্রচলিত নিয়ম অনুযায়ী ওই পত্রিকায় প্রতিবাদ পাঠাতে হয়। প্রতিবাদ ছাপা না হলে উকিল নোটিস দিতে হয়। এগুলো না করে এতদিন পরে এসে মামলা করলেন কেন? এর জবাবে তিনি বলেন, সরাসরি আক্রান্ত হয়েছেন বলে উকিলের পরামর্শে মামলা করেছেন। আর এক সাংবাদিকের প্রশ্ন ছিল কোন এনজিওর দ্বারা প্রভাবিত হয়ে মামলা করেছেন কিনা? এ প্রশ্নের জবাবে তিনি না সূচক উত্তর দেন। তবে এ সময় তার পাশে বসা ছিলেন তারই আইনজীবী বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনার সমন্বয়কারী এ্যাডভোকেট বাবুল হাওলাদার এবং কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) খুলনার সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব। প্রসঙ্গতঃ গত ১৮ আগস্ট খুলনা মহানগর হাকিম ‘ঘ’ অঞ্চল আমলী আদালতে দৈনিক জনকণ্ঠের সংশ্লিষ্ট প্রতিবেদক, সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নালিশী মামলা করেন অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। চাঁদা না দেয়ায় প্রবাসীকে কুপিয়েছে সন্ত্রাসীরা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বোয়ালখালী থানা এলাকায় এক প্রবাসীসহ দুই সহোদরকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় প্রবাসী গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল চাঁদা চেয়ে না পাওযায় নির্মাণ কাজ বন্ধ করতে এ ধরনের কর্মকা- ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কিন্তু বোয়ালখালি থানা পুলিশ ঘটনার পর ২ জনকে আটক করলেও পরে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, প্রবাসী আলমগীর হোসেন দুবাইয়ের শারজাতে থাকেন। শনিবার সকালে বোয়ালখালি থানা সংলগ্ন বহদ্দারপাড়া এলাকায় ক্রয়কৃত জায়গায় সীমানা প্রাচীরসহ নির্মাণ কাজ শুরু করেন। এ সময় শাকপুরা এলাকার গিয়াস উদ্দিন ও কামাল নামের দুই সন্ত্রাসীর নেতৃত্বে ১০-১৫ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে নির্মাণ কাজে বাধা প্রদান করে। তবে এর আগে থেকেই তারা ওই প্রবাসীর কাছে চাঁদা দাবি করে আসছিল। সকালে প্রবাসীর সঙ্গে সন্ত্রাসীদের মারামারির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আলমগীরের মাথায়, বুকে ও হাতে আঘাত করে। এ সময় আলমগীরের ভাই সফিউল আলম ঘটনাস্থলে উপস্থিত হলে তার ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। প্রেমে সাড়া না দেয়ায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রেমে ব্যর্থ হয়ে কলেজছাত্রীকে ছুরিকাঘাত করে গণধোলাইয়ের শিকার হয়েছে লিটন মিয়া নামের এক বখাটে যুবক। তাকে পরে পুলিশে সোপর্দ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় কলেজছাত্রীকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফাতেমা নুরজাহান কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সিলেট নগরীর চারাদীঘির পাড়ের আব্দুল মতিনের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে চ-িপুল এলাকায় ফাতেমার পথরোধ করে প্রেম নিবেদন করে বখাটে লিটন। তখন ফাতেমা তার প্রস্তাবে সাড়া না দেয়ায় সে তার বুকে ছুরিকাঘাত করে আহত করে। এদিকে, ছুরিকাঘাত করে পালানোর সময় স্থানীয় জনতা বখাটে লিটনকে ধরে গণধোলাই দিয়ে দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করে। ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ আগস্ট ॥ মাদারীপুরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দুইজনকে আসামি করে শনিবার মাদারীপুর সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রাজ্জাক মোল্লা (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে। ধর্ষণের ঘটনাটি থামাচাপা দিতে প্রভাবশালীদের উস্কানিতে মামলা তুলে নিতে অসহায় পরিবারকে দফায় দফায় হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এলাকাবাসী এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। অভিযোগে জানা গেছে, বুধবার সদর উপজেলার এওজ এলাকায় মায়ের সাথে খালার বিয়েতে যায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। তার পরিবারের অভিযোগ, বিয়ের অনুষ্ঠানের দিন রাতে দত্তকেন্দুয়া গ্রামের বাহার শিকদার জোর করে ঐ শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। বিয়ে বাড়ির অদূরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় সে। ছাত্রীকে অপহরণ চেষ্টা ॥ আটক এক নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২০ আগস্ট ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নিপা আক্তার (১৫) নামে একস্কুল ছাত্রীকে চার যুবক মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে। এলাকাবাসী ঘটনার সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে আলী নূর নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯টায়। জানা গেছে, শনিবার সকাল ৯টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দি মাধবদী গ্রামের স্কুলছাত্রী নিপা আক্তার শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সিংহদী সড়কে পৌঁছলে একটি মাইক্রোবাসে চার যুবক তার গতিরোধ করে। পরে যুবকরা জোরপূর্বক নিপা আক্তারকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ওই ছাত্রী চিৎকার দিলে এলাকাবাসী মাইক্রোটিকে ধাওয়া করে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে অপহরণকারীরা চলতি মাইক্রোবাস থেকে নিপা আক্তারকে ফেলে দিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পরে জনতা ও পুলিশ আহত অবস্থায় নিপা আক্তারকে উদ্ধার করে। অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে গুলিভর্তি বিদেশী পিস্তলসহ সোহেল মোল্লা নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সে কান্দিপাড়া গ্রামের চুন্নু মোল্লার ছেলে। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার মেদিনীম-ল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এই অভিযান চালায় র‌্যাব। একটি দোতলা ঘরের নিচতলার একটি কক্ষ থেকে ওই পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় অবৈধ এ অস্ত্র রাখার দায়ে চুন্নু মোল্লার ছেলে সোহেল মোল্লাকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশ অমান্য নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২০ আগস্ট ॥ কুমিল্লা মডার্ন হাইস্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ উঠেছে। গত ৩ দিনেও ওই নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন স্কুল পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়নি। এতে স্কুল পরিচালনা কার্যক্রম বিঘিœত হচ্ছে। শনিবার দুপুরে নগরীর নজরুল এ্যাভেনিউ সড়কের মডার্ন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ওই স্কুলের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান এ্যাডভোকেট। এ সময় তার মেয়ে আঞ্জুম সুলতানা সীমাসহ অন্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আফজল খান বলেন, গত ১০ আগস্ট আরফানুল হক রিফাতকে সভাপতি করে ওই স্কুলের ৪ সদস্যের এডহক কমিটি অনুমোদন দেয় কুমিল্লা শিক্ষাবোর্ড। পরে ওই কমিটির বিরুদ্ধে হাইকোর্টে রীট মামলা দায়ের করা হয়। গত ১৪ আগস্ট শুনানি শেষে হাইকোর্ট এক আদেশে ওই এডহক কমিটির কার্যকারিতা স্থগিত করে দেয়। পরে প্রতিপক্ষ সুপ্রীমকোর্টের চেম্বার জজ আদালতে আপীল মামলা দায়ের করলে গত ১৭ আগস্ট কোন আদেশ না দিয়ে মামলাটি প্রধান বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়।
×