ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গীমাতার জন্মদিনে রঙ্গ নাটক জনগণ প্রত্যাখ্যান করেছেন ॥ মেয়র

প্রকাশিত: ০৬:৪৪, ২১ আগস্ট ২০১৬

জঙ্গীমাতার জন্মদিনে রঙ্গ নাটক জনগণ প্রত্যাখ্যান করেছেন ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, জঙ্গীমাতার জন্মদিনে রঙ্গনাটক জনগণ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, যে নেতার কারণে মুক্তিযুদ্ধের ৯ মাস পাকিস্তানীদের সঙ্গে সংসার করেও পুনরায় স্বামীর ঘরে ফিরতে পেরেছিলেন, সেই মহামানবকে সপরিবারে হত্যার দিনে ভুয়া জন্মদিন উদযাপনের কেক কেটে আজ তিনি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। হয়েছেন জঙ্গীমাতা। অবস্থা এখন এত শোচনীয় হয়েছে যে, আজ সে দলে কেন্দ্রীয় পদ দিয়েও ধরে রাখা যাচ্ছে না নেতাদের। তাই সাময়িকভাবে মিথ্যা জন্মদিন পালন না করে ঢং করে জনগণকে ধোঁকা দেয়ার চেষ্টা করা হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকাবহ ৪১তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় শুক্রবার রাতে নগরীর পোর্ট কলোনি ১২নং শহীদ মিনার চত্বরে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। বন্দর জাতীয় শোক দিবস পালন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় যুবলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য দেবাশীষ পাল দেবুর সভাপতিত্বে বন্দর শ্রমিক লীগ নেতা নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এমপি ডাঃ আফছারুল আমিন, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি এমএ লতিফ, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দীন হাজারী, দিদারুল কবির রতন, নোমান আল মাহমুদ, বখতিয়ার উদ্দীন খান প্রমুখ। গাছের চারা বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমারের হংসরাজ বালিকা বিদ্যালয়ের চারশত ছাত্রীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে বিনামূল্যে এই চারা বিতরণ করে স্থানীয় হরিহরা শান্ত ক্লাব নামের একটি সামাজিক সংগঠন। এতে উপস্থিত ছিলেন হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন আজিজুল ইসলাম, ওই সংগঠনের সভাপতি মাহাবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরেন্দ্রনাথ রায়, সংগঠনের সাধারণ সম্পাদক খালেদুল ইসলাম প্রমুখ। জিনের বাদশাকে পাকড়াও নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২০ আগস্ট ॥ শনিবার দুপুরে ডিবি পুলিশ পিতলের মূর্তিসহ আব্দুর রহিম নামে এক প্রতারক জিনের বাদশাকে গ্রেফতার করেছে। প্রতারক আব্দুর রহিম সদর উপজেলার আখিরন নেছা নামে এক গৃহবধূর কাছ থেকে প্রতারণা করে বিকাশের মাধ্যমে এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে পুনরায় সে অখিরন নেছার বাড়িতে এসে তাকে কোটিপতি বানানোর প্রলোভন দেখিয়ে একটি পিতলের মূর্তি দিয়ে আরও টাকা নেয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
×