ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাগরে ট্রলারডুবি ॥ পাঁচ মৎস্যজীবীর মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৩, ২১ আগস্ট ২০১৬

সাগরে ট্রলারডুবি ॥ পাঁচ মৎস্যজীবীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ আগস্ট ॥ অবশেষে সকল জেলেসহ সন্ধান মিলেছে গভীর সাগরে মাছ ধরার ট্রলার এফবি সাহেলার। কিন্তু সাগরে ডুবে গেছে আরেক নিখোঁজ ট্রলার এফবি সাইদুল। এ ট্রলারের ১২ জন জেলে অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার হয়েছে। তবে পাঁচ জেলের সলিল সমাধি ঘটেছে। কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও ট্রলার মালিক দুলাল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রলার দুটি ৩৩ জন জেলে নিয়ে মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়। নিহত জেলেরা হলেন, আলীপুরের খাজুরা জেলে আবাসন পল্লীর দেলোয়ার ফকির (৪৮), গনি মোল্লা (৪৮), ইউসুফ (৩৭), আজিজ (৩২) এবং পটুয়াখালী সদরের ফাইজুল ওরফে সাইদুল (২৮)। আনসার মোল্লা আরও জানান, পটুয়াখালীর আলীপুর-কুয়াকাটার ১২টি ট্রলার দুই শতাধিক জেলে নিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়। শুক্রবার পর্যন্ত দশটি ট্রলারের সন্ধান মেলে। শনিবার রাত দশটায় এফবি সালেহার সন্ধান পাওয়া যায়। এফবি সাহেলা সুন্দরবনে আশ্রয় নেয়। জানা গেছে এ ট্রলারের সকল জেলে জীবিত রয়েছে। তবে এফবি সাইদুল ডুবে গেছে। এ ট্রলারের ১২ জেলে জীবিত ফিরেছে। কিন্তু পাঁচ জেলে সাগরে ডুবে মারা গেছে। এদিকে ৫ জেলের নিহতের খবরে মৎস্য বন্দর আলীপুর-মহিপুরে অড়ত পট্টিতে নেমে আসে শোকের ছায়া। কক্সবাজারের ৩৩ জেলে এখনও নিখোঁজ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পাঁচটি ট্রলারে নিখোঁজ হওয়া কক্সবাজারের ৮০ মাঝি-মাল্লার মধ্যে ভারত ও মহীপুরে ৪৭ জন উদ্ধার হলেও পাঁচদিন ধরে ৩৩ জেলের সন্ধান মেলেনি। শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালীর মহীপুরে অন্য ফিশিং ট্রলারের সাহায্যে মাঝি-মাল্লারা ১৩ জনকে এবং শনিবার সকালে ভারতের কোস্টগার্ড সদস্যরা দুটি ট্রলারসহ ৩৪ জেলেকে উদ্ধার করেছে বলে তথ্য মিলেছে।
×