ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় দম্পতি ও দুই ভাইসহ নিহত ৫

প্রকাশিত: ০৬:৪৩, ২১ আগস্ট ২০১৬

কুমিল্লায় দম্পতি ও দুই ভাইসহ নিহত ৫

সড়ক দুর্ঘটনা নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২০ আগস্ট ॥ ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে দুই সহোদর ও স্বামী-স্ত্রীসহ ৫ জন নিহত হয়েছে। শনিবার জেলার মুরাদনগর উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব গ্রামের একটি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিক্সার যাত্রী। জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে মুরাদনগরের পায়ব এলাকায় একটি ব্রিজের পাশে ট্রাক ও অটোরিক্সার মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ১ জন এবং মুরাদনগর ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়ার পর আরও ৪ জনসহ ৫ জনের মৃত্যু হয়। নিহতরা হচ্ছেন- মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের কাচারীকান্দী গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে সিএনজিচালক রুবেল (৩৫), তার ছোটভাই সোহেল (৩২), পাঁচপুকুরিয়া গ্রামের সোহাগ মিয়া (৪০), তার স্ত্রী নাছিমা বেগম (৩৫), একই গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে আব্দুল মান্নান (৬৫)। এছাড়াও পাঁচপুকুরিয়া গ্রামের মাসুম মিয়ার ছেলে হিমেলকে (১২) আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরে চালকসহ দুই স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গাজীপুরে শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যান চালকসহ দু’জন নিহত এবং একজন আহত হয়েছেন। পুলিশ জানায়, সিটি কর্পোরেশনের পুবাইলের মীরেরবাজার এলাকা থেকে একটি পিকআপভ্যান চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা বাইপাস সড়কের মোগরখাল এলাকায় রাস্তার পাশে বিকল হওয়া একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপচালক মঞ্জুরুল ইসলাম নিহত হন। নিহত মঞ্জুরুল ইসলাম (২৫) রংপুরের মিঠাপুকুর থানার উত্তর তাজপুর এলাকার ইউসুফ আলীর ছেলে। অপরদিকে, ভোগড়া বাইপাস এলাকায় হেলাল কমপ্লেক্সের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক এক গার্মেন্টস শ্রমিককে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবন্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। নিহত খাজা আহমেদের (৩৬) বাড়ি শরীয়তপুরের পালং থানার কুয়ারপুর এলাকায় এবং গাজীপুরের ভোগড়া এলাকার মাস্ট্রেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস কারখানার শ্রমিক। ঠাকুরগাঁওয়ে আরোহী নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, ঠাকুরগাঁও-রাণীশংকৈল সড়কের বিলবার সড়ক দুর্ঘটনায় সাহিদুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত সাহিদুর রহমানে বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার সোনগাঁও গ্রামে । রাণীশংকৈল থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি পাগলু গাড়ি ও মোটরসাইকেলের সংর্ঘষ হলে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সাহিদুর রহমানের মৃত্যু হয়। মাদারীপুরে শিশু ও চালক নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার চরখোয়াজপুর এলাকায় নিরব হাওলাদার (১৮ মাস) নামের এক শিশু ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। শিশুটি হাঁটতে হাঁটতে বাড়ির পাশের রাস্তায় চলে গেলে ইজিবাইকের নিচে পড়ে মারা যায়। নিহত শিশু নিরব ওই এলাকার নূরুল আমিন হাওলাদারের ছেলে। অন্যদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বিপরীতমুখী একটি নসিমনকে ধাক্কা দিলে নসিমনচালক আব্দুস সালাম মিয়া ঘটনাস্থলেই মারা যায়। সোনারগাঁয়ে শ্রমিক আহত ॥ অবরোধ নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ, থেকে জানান, সোনারগাঁ পৌরসভার টিপরদী এলাকায় একটি পোশাক তৈরির কারখানার কল্পনা রানী নামে এক নারী শ্রমিক একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হওয়ার ঘটনার জের ধরে শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এ সময় উত্তেজিত শ্রমিকরা রাস্তার উভয় পাশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। অবরোধের সময় তারা কয়েকটি যানবাহন ভাংচুর করে। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সিরাজদিখানে পা হারাল স্কুলছাত্র স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, সিরাজদিখানে বাসচাপায় পা হারাল স্কুলছাত্র। ঢাকা-মাওয়া মহাসড়কে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী বাসচাপায় এক পা হারিয়েছে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র অলোক বিশ্বাস (১৩)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
×