ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাউবো সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা

প্রকাশিত: ০৬:৪২, ২১ আগস্ট ২০১৬

পাউবো সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে ১৭ আগস্ট পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও বিশেষ অতিথি হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান আলোচনা করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশগ্রহণ করেন শ্রমিক কর্মচারী লীগ রেজি:নং-বি-১৮৮৭ (সিবিএ) এর সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক সুলতান আহম্মদ। -বিজ্ঞপ্তি মাইলস্টোন কলেজের সাফল্য এইচএসসির ফলাফলে ধারাবাহিক সাফল্য বজায় রেখে এবারও এগিয়ে রয়েছে রাজধানী ঢাকার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজী মাধ্যমে ২৫৫৩ ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এবং পাসের হার ৯৬.৪৭%। বিজ্ঞান বিভাগে ১৬৩০ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১০৭ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.৮%। বাণিজ্য বিভাগে ৮১৫ জন পরীক্ষা দেয় এবং পাসের হার ৯০%। এ বছর মাইলস্টোন কলেজ থেকে মানবিক বিভাগে ১০৭ জন পরীক্ষা দেয় এবং পাসের হার ৯৮%। -বিজ্ঞপ্তি সাঘাটায় বানর আতঙ্ক নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২০ আগস্ট ॥ সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর গ্রামে গত এক সপ্তাহ থেকে বানরের উপদ্রব শুরু হয়েছে। একটি বড় সাইজের বন্য বাদর গ্রামের বিভিন্ন গাছ-গাছালির ফল খাচ্ছে এবং নষ্ট করছে। জানা গেছে, গত শুক্রবার সারাদিন খায়রুলের গাছের ডালে বানর দেখা যায়। পরে মনু মিয়ার বাড়ির উঠোনে বানরটি এলে স্থানীয় লোকজন বানরটি দেখার জন্য ভিড় জমায়। বানরটিকে বিভিন্নজন কলা, বাদাম ও ভাত খেতে দেয়। জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ, ২০ আগস্ট ॥ সামাজিক কর্মকা- ও উন্নয়নমূলক কাজের মূল্যায়ন হিসেবে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু। স্বর্ণপদকপ্রাপ্ত স্বীকৃতি হিসেবে ও সরকারী খরচে এবার তিনি দশ দিনের জন্য মালয়েশিয়া ও ভারত সফর করবেন। এর আগেও তিনবার জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে বিদেশ সফর করেছেন তিনি।
×