ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই ॥ শাহরিয়ার কবির

প্রকাশিত: ০৬:৪১, ২১ আগস্ট ২০১৬

অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই ॥ শাহরিয়ার কবির

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২০ আগস্ট ॥ ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম গবেষক-সংগঠক শাহরিয়ার কবির বলেছেন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে তোলা একাত্তরের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের চূড়ান্ত পরিণতির বিকল্প নেই। আর এজন্য এখন সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও একাত্তরের ঘাতকদের নির্দেশে উত্থান হওয়া জঙ্গীবাদ নির্মূল করা। এক্ষেত্রে আরও অধিক প্রয়োজন সরকারের আন্তরিকতা বাড়ানো। তিনি শুক্রবার রাতে শেরপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওই সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে পুনরায় ১৯৭২ সালের সংবিধানে ফিরে যেতে হবে। পাকিস্তানের কাছে এ গণহত্যার ক্ষতিপূরণ চাওয়া হবে। বঙ্গবন্ধুর সরকার যুদ্ধাপরাধীদের ৭৩টি ট্রাইব্যুনাল করে ১১ হাজার গণহত্যাকারীর মধ্যে ৭১২ জনের মৃত্যুদ-সহ বিভিন্ন মেয়াদের শাস্তি দিয়েছে। বর্তমানে তারই তনয়া শেখ হাসিনার সরকার ৭৫২ জনের বিচারকাজ সমাপ্ত করেছে। অধ্যাপক ড. সুধাময় দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট জেয়াদ আল মালুম, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য মানবাধিকার কর্মী এ্যারোমা দত্ত ও শ্যামলী নাসরিন চৌধুরী। জেলা কমিটির সদস্য সচিব হারেজ আলীর সঞ্চালনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেনÑ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হিরু, এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ। পরে যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার গোলাম মওলাকে আহ্বায়ক, এ্যাডভোকেট মোশারফ হোসেন, নাজিম উদ্দিন মাস্টার ও হাবিবুল্লাহ বাহার হাবিবকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ হারেজ আলীকে সদস্য সচিব করে পরবর্তী ৩ মাসের জন্য ২৭ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
×