ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইভী রহমান রাজনীতিতে অনির্বাণ শিখা হয়ে জ্বলবেন

প্রকাশিত: ০৬:৩৮, ২১ আগস্ট ২০১৬

আইভী রহমান রাজনীতিতে অনির্বাণ শিখা হয়ে জ্বলবেন

একুশে আগস্ট গ্রেনেড হামলায় জীবনদানকারী বেগম আইভী রহমান বাংলাদেশের রাজনীতিতে অনির্বাণ শিখা হয়ে জ্বলবেন। তিনি বীরের মতো মৃত্যুবরণ করেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বেগম আইভী রহমানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বেইলি রোডে ‘আইভী রহমান অডিটরিয়ামে’ বাংলাদেশ মহিলা সমিতি আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, দানবীয় গ্রেনেড হামলার শিকার শহীদ আইভী রহমান একজন বড়মাপের নেত্রী হয়েও সাধারণ কর্মীদের মধ্যে মিলে মিশে থাকতেন। বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি সিতারা আহসানের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদ, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা তানিয়া বাখ্ত প্রমুখ বক্তব্য রাখেন। -বাসস নিষেধাজ্ঞা অমান্য ছবিটিতে একজন নারী স্কুটি চালাচ্ছেন। আর তার পেছনে আরও দু’জন কিশোরী বসে আছে। চালকের মাথায় হেলমেট থাকলেও অন্য দু’জনের মাথায় হেলমেট নেই। হেলমেট ছাড়া মোটরসাইকেল, স্কুটি, বাইসাইকেল চালানো নিষিদ্ধ হলেও অনেকেই বিষয়টিকে গ্রাহ্য করেন না। এ ছাড়া চালকসহ দু’জনের বেশি যাত্রী হয়ে বাইক চালানো নিষিদ্ধ। রাজধানীর কূটনীতিকপাড়া থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। আস্ত খাসির রোস্ট নতুন জামাইকে খাওয়ানোর জন্য ‘আস্ত খাসির রোস্ট’ পরিবেশন করা পুরান ঢাকার একটি ঐতিহ্য। সচ্ছল পরিবারগুলো মেয়ের জামাইয়ের সম্মানে পুরো একটি খাসিকে রোস্ট করে পরিবেশন করে। এ জন্য খাসির রোস্টটিকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়। এ ছাড়া অন্যান্য খাবারও পরিবেশন করা হয় জামাই ও জামাইপক্ষের লোকদের। রাজধানীর পুরান ঢাকার একটি কমিউনিটি সেন্টার থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×