ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠক আজ

প্রকাশিত: ০৬:৩৮, ২১ আগস্ট ২০১৬

জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠক আজ

স্টাফ রিপোর্টার ॥ অষ্টম জাতীয় কাউন্সিলের পর রবিবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের বৈঠক ডেকেছে বিরোধী দল জাতীয় পার্টি। সম্মেলনের প্রায় তিনমাস হলো এখনও চূড়ান্ত কমিটি ঘোষণা করতে পারেনি দলটি। ৪১ প্রেসিডিয়াম সদস্যও চূড়ান্ত হয়নি। এরপর যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে একজন যুদ্ধাপরাধের অভিযোগে ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। এছাড়াও একজন যুগ্ম মহাসচিব যিনি আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যাকা-ে জড়িত থাকায় মৃত্যুদ-ে দ-িত হয়েছেন। বিতর্কিত কমিটির বোঝা নিয়ে প্রথমবারের মতো প্রেসিডিয়ামের বৈঠক আয়োজন করেছে দলটি। এরশাদের প্রেস সচিব ও প্রেসিডিয়ামের সদস্য শুনিল শুভ রায় জানিয়েছেন, সকাল ১০ টায় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। উল্লেখ্য, জাতীয় পার্টির অষ্টম জাতীয় কাউন্সিলের পর এটাই পার্টির প্রথম প্রেসিডিয়াম সভা। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশ বিমানবাহিনী শনিবার যথাযথ মর্যাদায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর কেন্দ্রীয় মসজিদে বাদ আছর মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় একাত্তরের মুক্তিযুদ্ধে মরহুমের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মিলাদ মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে বিমানবাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সকালে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ এম মতিউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পরিবারের সদস্যবর্গ, বিমান সদর এবং ঢাকার বিমানবাহিনী ঘাঁটির উর্ধতন কর্মকর্তা ও বিমানসেনাগণ উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×