ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইচ্ছা থাকলে উপায় হয়

প্রকাশিত: ০৫:৫৪, ২১ আগস্ট ২০১৬

ইচ্ছা থাকলে উপায় হয়

ইচ্ছা থাকলে উপায় হয়- কথাটি আবার প্রমাণিত হলো। এক শ’ বছর বয়সে হাইস্কুল ডিপ্লোমা ডিগ্রী নিয়ে ইতিহাসে নাম লেখালেন এক মার্কিন মহিলা। ক্লেয়ার পিকিউটো নামে ম্যাসাচুসেটসে বসবাসরত অদম্য এই নারীকে মঙ্গলবার সম্মানসূচক হাইস্কুল ডিপ্লোমা ডিগ্রী দেয়া হয়। ম্যাসাচুসেটসের নর্থ রিডিং পাবলিক স্কুলের সুপার জন বার্নাড তার মাথায় গ্র্যাজুয়েশন ক্যাপ ও হাতে এই সনদ দেন। এ সময় গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন ক্লেয়ার পিকিউটো। বলেন, আজ থেকে ৮০ বছর আগে তার স্কুল ত্যাগের কথা। তিনি বলেন, আমি ও আমার কয়েক ভাই স্কুলে পড়তাম। সংসারে টানাটানি শুরু হলে বাবা আমাকে স্কুলে যেতে বারণ করেন। কিন্তু আমার ভাইদের পড়াশোনা চালিয়ে যেতে বলেন তিনি। এ সময় বাবা আমাকে সংসারের জন্য আয় করার পরামর্শ দেন। আমি পাশের একটি দরজা-জানালার পর্দা সেলাইয়ের কারখানায় কাজ নেই। সেখানে আমাকে ঘণ্টায় ৫ ডলার করে দেয়া হতো। স্কুল ত্যাগ করার পর আমি হতাশায় ভুগছিলাম। কারণ আমি পড়াশোনা করতে চেয়েছিলাম। কিন্তু আমি দমে যাইনি। কাজের ফাঁকে আমি ভাষার অভিধান ও বিশ্বকোষ পড়তাম। পাশাপাশি অন্যান্য বইও পড়তাম। কিন্তু আমি আমার মেয়েদের পড়াশোনা শিখিয়েছি। ওরা দেশের সর্বোচ্চ ডিগ্রী নিয়েছে। এতে আমার ভাল লাগে। এখন আমার মেয়ে ডেবোরাহ পিকিউটো নর্থ রিডিং পাবলিক স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। স্কুল কর্তৃপক্ষ আমাকে এই সম্মানসূচক ডিগ্রী দেয়। ডেবোরাহ পিকিউটো বলেন, আমরা কোন বড় শব্দের অর্থ মায়ের কাছে জানতে চাইতাম। আমার মা ঝটপট উত্তর বলে দিত। মা আমাদের ডিগ্রী পেতে সাহায্য করেছেন। কিন্তু তার কোন ডিগ্রী ছিল না। তাই আমরা চেষ্টা করতে থাকি আমার মায়ের জন্য। নর্থ রিডিং পাবলিক স্কুলের সুপার জন বার্নাড বলেন, আমরা ক্লেয়ার পিকিউটোর সম্পর্কে জানার পর তাকে এই ডিগ্রী দিতে সম্মত হই। আমরা মনে করি তিনি এই গ্র্যাজুয়েশন ক্যাপ পড়ার যোগ্য। ক্লেয়ার পিকিউটো সত্যিই সুন্দর উচ্চারণে কথা বলেন। তিনি তীক্ষè বুদ্ধির অধিকারী। পাশাপাশি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। ক্লেয়ার পিকিউটো সত্যিই এই ডিগ্রী পাওয়ার যোগ্য। -ইউপিআই ও এবিসি নিউজ অবলম্বনে।
×