ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবিতে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৪:২৭, ২১ আগস্ট ২০১৬

জাবিতে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

জাবি সংবাদদাতা ॥ বঙ্গবন্ধুর ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক অনিক কুমার দেবনাথ। বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে এ আয়োজন করা হয়। একান্ত ব্যক্তিগত উদ্যোগে হলের অতিথি কক্ষকে তিনি রূপ দিয়েছেন গ্যালারিতে। অতিথি কক্ষের দেয়ালগুলো সাজিয়েছেন বঙ্গবন্ধুর স্মৃতিময় দিনগুলোর ছবি দিয়ে। সুযোগ করে দিয়েছেন সকলের দেখার জন্য। ১৯৫২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত সময়ের বিভিন্ন দুর্লভ ছবি দিয়ে সাজানো হয়েছে এ আলোকচিত্র প্রদর্শনী। সেখানে ২১ ফেব্রুয়ারি ১৯৫৩ সালে মওলানা ভাসানীর সঙ্গে প্রভাতফেরিতে বঙ্গবন্ধু, ১৯৫৪ সালে সোহরাওয়ার্দীর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত, ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধুর ৬ দফার ঘোষণা, আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতে যাওয়ার প্রাক্কালে বঙ্গবন্ধু, একাত্তরের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনকের ঐতিহাসিক ভাষণ, ২৩ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুর বাসভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন, ১৯৭২ এ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাত, ১৯৭২ সালের প্রধানমন্ত্রী হিসিবে শপথ গ্রহণ, ১৯৭৪ সালের জাতিসংঘে সর্বপ্রথম বাংলায় ভাষণ দানের ছবিসহ নানা ঐতিহাসিক আলোকচিত্র স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। প্রদর্শনীর আয়োজক জাবি ছাত্রলীগের সহ-সম্পাদক অনিক কুমার দেবনাথ জানান, বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হলেও আলোকচিত্রগুলো স্থায়ীভাবে অতিথি কক্ষে রেখে দেয়া হবে। কোন নির্দিষ্ট দিনে নয় বরং সবসময় দর্শনার্থীরা যাতে আলোকচিত্রগুলো দেখতে পারেন এবং বঙ্গবন্ধুকে আরো ভালভাবে জানতে পারেন সেই তাগিদ থেকেই আমি এই ছবিগুলো সংগ্রহ ও স্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করেছি। বঙ্গবন্ধুকে জানার মাধ্যমে তাঁর আদর্শ ও চেতনাকে তরুণ সমাজ ধারণ করবে এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাবে, এটাই এ প্রদর্শনীর প্রধান লক্ষ্য।
×