ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেড ক্যাটাগরিতেই থাকছে সোনারগাঁও টেক্সটাইল

প্রকাশিত: ০৪:২৪, ২১ আগস্ট ২০১৬

জেড ক্যাটাগরিতেই থাকছে সোনারগাঁও টেক্সটাইল

জেড ক্যাটাগরিতেই থাকছে হচ্ছে সোনারগাঁও টেক্সটাইলকে। এবারও বিনিয়োগকারীদের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। গত ১৮ মাসের হিসাব সম্পন্ন করেও বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ দিতে পারেনি কোম্পানিটির পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আলোচিত সময়ে (জানুয়ারি ১৫-জুন ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৫২ টাকা, যা আগের বছরের একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ৩.৩০ টাকা। আর জানুয়ারি, ২০১৫ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত এক বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩০.৪৪ টাকা, যা আগের বছর একই সময়ে এনএভি ছিল ৩১.৫২ টাকা। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৪৩ টাকা। এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ১.১৩ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার রেকিট বেনকিজারের এজিএম পিছিয়েছে রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড ৫৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) পেছানোর ঘোষণা দিয়েছে। শুরুতে ঢাকায় এজিএম আহ্বান করলেও পরবর্তীতে সভাটি চট্টগ্রামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ওষুধ ও রসায়ন খাতের বহুজাতিক কোম্পানি। ৩০ আগস্ট সকাল সাড়ে ১০টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে এজিএম আহ্বান করেছিল রেকিট বেনকিজার। এজন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় ছিল তারা। বৃহস্পতিবার কোম্পানি জানায়, সভা আগামী ৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২১ আগস্ট। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য প্রথম দফায় ৫০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেয় রেকিট বেনকিজার। পরবর্তীতে ১৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ সুপারিশ করলেও জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় ১৮ মাসে হিসাব বছর গণনার সিদ্ধান্ত নেয় তারা। ঘোষিত ১৫০ শতাংশ লভ্যাংশ দ্বিতীয় দফার অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে বিতরণ করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×