ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:২৩, ২১ আগস্ট ২০১৬

পুুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। আগের সপ্তাহের তুলনায় ডিএসইতে গড় লেনদেন ৭৭ কোটি ৪৮ লাখ টাকা বা ৪ দশমিক ১৭ শতাংশ কমেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সার্বিকভাবে লেনদেনও আরও বেশি কমেছে। কারণ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। জানা গেছে, আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট চার কার্যদিবসে ১ হাজার ৭৭৭ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ৫ কার্যদিবসে ২ হাজার ৩১৮ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ দশমিক ৪৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ২৪ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ৪২ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৮৮ শতাংশ। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ২৩ শতাংশ বা ১০ দশমিক ৭২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ৮৫ শতাংশ বা ১৫ দশমিক ০৯ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ১৮ শতাংশ বা ১ দশমিক ৯৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬১টি কোম্পানির। আর দর কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল টিউবস, মবিল যমুনা বিডি, আমান ফিড, বিএসআরএম স্টিল লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল পলিমার, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা ও ইবনে সিনা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : স্টাইল ক্রাফট, ন্যাশনাল টিউবস, সিইএমএল লেকচার ফান্ড, এ্যামবে ফার্মা, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ইনটেক, লিব্রা ইনফিউশন, কাসেম ড্রাইসেল, বিচ হ্যাচারী ও আলহাজ টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক, ইমাম বাটন, সন্ধানী লাইফ, ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, দুলা মিয়া কটন, ফাস্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ১ম মিউচুয়াল ফান্ড ও ৮ম আইসিবি মিউচুয়াল ফান্ড। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৯৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। সার্বিক সূচক বেড়েছে দশমিক ২৬ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টি কোম্পানির। আর দর কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।
×