ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জরিপে ৮ পয়েন্ট এগিয়ে হিলারি

কৃষ্ণাঙ্গদের কাছে ভোট চাইলেন ট্রাম্প

প্রকাশিত: ০৪:১৮, ২১ আগস্ট ২০১৬

কৃষ্ণাঙ্গদের কাছে ভোট চাইলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আফ্রিকান-আমেরিকান ভোটারদের উদ্দেশে সরাসরি আবেদন করেছেন। তিনি বলেন, আপনাদের হারানোর মতো কি আছে? একইদিন ট্রাম্প ও তার প্রচার অভিযানে প্রথমবারের মতো টেলিভিশন বিজ্ঞাপনও সম্প্রচার করেছেন। এতে তিনি তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে বিশৃঙ্খলা ও অবৈধ অভিবাসনের সমর্থক বলে দেখতে চান। এদিকে শুক্রবার প্রকাশিত রয়টার্স/ইপসস ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন ট্রাম্পের তুলনায় সম্ভাব্য ভোটারদের মধ্যে শতকরা ৮ পয়েন্টে এগিয়ে আছেন। খবর বিবিসি, এএফপি ও এনডিটিভির। ট্রাম্প মিশিগানে আয়োজিত এক সমাবেশে বলেন, কৃষাঙ্গ ভোটাররা দারিদ্র্যের মধ্যে বসবাস করছে এবং তাদের স্কুলগুলোর অবস্থা ভাল নয়। এতে উপস্থিত শ্রোতাদের প্রায় সবাই ছিলেন শ্বেতাঙ্গ। যেখানে ডেমোক্র্যাটরা ব্যর্থ হয়েছেন সেখানে তিনি আফ্রিকান-আমেরিকানদের জন্য কল্যাণ সাধনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, যদি আপনারা একই ব্যক্তিকে ভোট দিয়ে যান, তাহলে আপনারা ঠিক একই ফল পেতে থাকবেন। তিনি বলেন, তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বেকার কৃষাঙ্গ তরুণদের চাকরি না দিয়ে বরং কোন শরণার্থীকেই চাকরি দেবেন। কৃষ্ণাঙ্গ যুবকরা তাদের নিজেদের দেশেই শরণার্থীতে পরিণত হয়েছে। হিলারি ট্রাম্পের মন্তব্যকে ‘খুবই অজ্ঞতাপ্রসূত ও বিশ্বাসের অযোগ্য’ বলে অভিহিত করেন। ট্রাম্প এ ভবিষ্যদ্বাণীও করেন যে, তিনি ২০২০ সালে দ্বিতীয় মেয়াদের জন্য দাঁড়ালে শতকরা ৯৫ ভাগ আফ্রিকান-আমেরিকান ভোট পাবেন। আফ্রিকান-আমেরিকানদের মধ্যে ট্রাম্পের সমর্থনের হার খুবই শোচনীয়। বর্তমান জরিপে দেখা যায়, শতকরা প্রায় দুইভাগ কৃষ্ণাঙ্গ ভোটার নিউইয়র্কের রিয়াল এস্টেট ডেভেলপার ট্রাম্পকে ভোট দেবেন বলে জানান। শুক্রবারের ভাষণে ট্রাম্প চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো আফ্রিকান-আমেরিকান ভোটারদের কাছে আবেদন জানালেন। কোন কোন বিশ্লেষক বলছেন, কয়েক সপ্তাহ ধরে জাতীয় জরিপে পিছিয়ে থাকা ট্রাম্পের জন্য শ্বেতাঙ্গ শ্রমজীবী ভোটারদের বাইরেও তার আবেদন প্রসারিত করা অপরিহার্য হয়ে পড়েছে। এদিকে, ট্রাম্পের টিভি বিজ্ঞাপনে বলা হয়, হিলারি ক্লিনটনের আমেরিকায় শাসন ব্যবস্থা আমেরিকানদের স্বার্থেরও প্রতিকূল হবে।
×