ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিক

ব্যাডমিন্টনে রৌপ্য জিতে ইতিহাস গড়লেন ভারতের সিন্ধু

প্রকাশিত: ০৮:৪৫, ২০ আগস্ট ২০১৬

 ব্যাডমিন্টনে রৌপ্য জিতে ইতিহাস গড়লেন  ভারতের সিন্ধু

স্পোর্টস রিপোর্টার ॥ ফাইনাল নিশ্চিতের পরই ভারতের ১৩০ কোটি মানুষের দৃষ্টি ছিল রিওতে। সবার চাওয়া ছিল একটাই-অলিম্পিকে স্বর্ণপদক জিতবেন তাদের সোনার মেয়ে পুসারালা বেঙ্কট সিন্ধু। কিন্তু না, শেষ পর্যন্ত রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতের ব্যাডমিন্টন তারকাকে। বাংলাদেশ সময় শুক্রবার রাতে অনুষ্ঠিত ব্যাডমিন্টনের প্রমীলা এককের ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে ২-১ সেটে হার মানেন সিন্ধু। প্রথম সেট জিতে সোনা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ভারতের মেয়ে। কিন্তু পরের দুই সেটে আর কুলিয়ে উঠতে পারেননি। তীরে এসে তরী ডুবিয়ে স্বর্ণ হাতছাড়া হলেও রৌপ্যপদক জিতেই ইতিহাস গড়েছেন সিন্ধু। এবারের অলিম্পিকে যে এখন পর্যন্ত এটাই ভারতের সেরা সাফল্য। এই ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছেন চীনের লি। দিন কয়েক আগে ভারতকে প্রথম পদক উপহার দিয়েছেন মহিলা কুস্তিগির সাক্ষী মালিক। তিনি জিতেছেন ব্রোঞ্জপদক। এবার সেই সাফল্যকেও ছাড়িয়ে গেলেন সিন্ধু। তিনি অলিম্পিকে পদক জেতা পঞ্চম ভারতীয় নারী। সেমিফাইনালে সিন্ধু জাপানের নোজোমি ওকুহারাকে হারান সহজেই। জয় পান সরাসরি ২১-১৯, ২১-১০ সেটে। তাতেই প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের ফাইনালে ওঠার রেকর্ড গড়েন।
×