ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজালালে ২৫ রাউন্ড গুলি ও পিস্তলসহ বগুড়ার প্যানেল মেয়র আটক

প্রকাশিত: ০৮:৩৬, ২০ আগস্ট ২০১৬

শাহজালালে ২৫ রাউন্ড গুলি ও পিস্তলসহ  বগুড়ার প্যানেল  মেয়র আটক

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইসেন্সকৃত পিস্তলের ২৫ রাউন্ডগুলিসহ আটক হয়েছেন বগুড়ার প্যানেল মেয়র আমিনুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাঙ্ককে যাওয়ার সময় ফ্লাইটের ইমিগ্রেশন চেকিংয়ে তার লাগেজ থেকে এই গুলি উদ্ধার করা হয়। বিমানবন্দর থানার ওসি নূরে আজম গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে থানায় সোপর্দ করে। প্যানেল মেয়র আমিনুল ইসলাম পুলিশকে জানিয়েছেন, ভুলবশত তার লাইসেন্সকৃত পিস্তলের ২৫ রাউন্ড গুলি লাগেজ থেকে নামানো হয়নি। লাইসেন্সকৃত পিস্তলটি লাগেজ থেকে নামানো হলেও গুলি সরিয়ে রাখার কথা ভুলে গেছেন তিনি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি। উল্লেখ্য, আমিনুল ইসলাম বগুড়া সদর উপজেলা যুবলীগের সহসভাপতি। তিনি বগুড়া পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। এ ছাড়া তিনি বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ও শাহ ফতেহ আলী পরিবারের অন্যতম মালিক।
×