ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে পেট থেকে কাঁচের বোতল বের করলেন ডাক্তার

প্রকাশিত: ০৮:০২, ২০ আগস্ট ২০১৬

বরিশালে পেট থেকে কাঁচের বোতল বের করলেন ডাক্তার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জালাল নামে ৪০ বছরের এক ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে ভেতর থেকে একটি বড় কাঁচের বোতল বের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর পেয়ারা রোডের হেলথ কেয়ার ক্লিনিকে তার শরীরে ওই সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে রোগী ও তার স্বজনরা কাল্পনিক সব গল্প বললেও আসলে বোতলটি যে প্রচ- চাপ প্রয়োগ করে পায়ুপথ দিয়ে শরীরের ভেতরে ঢোকানো হয়েছে তা নিশ্চিত হয়েছেন চিকিৎকরা। তিনি ভোলার লালমোহন থানার ফরাসগঞ্জ গ্রামের মোনাজ উদ্দিনের ছেলে। ক্লিনিক সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রাতে প্রচ- পেটে ব্যথা নিয়ে হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি হন জালাল। সে সময় রোগীর স্বজনরা তার পেটের ভেতর প্লাস্টিকের বোতল ঢোকার কথা বলেন চিকিৎসকদের। কিভাবে ওই বোতল ঢুকেছে জানতে চাইলে রোগীর স্বজনরা কখনও বলেছেন জীনের আছর, কখনও বলেছেন বাঁশের চার পার হতে গিয়ে তা ভেঙ্গে পানিতে পড়ার পরই এমনটা হয়েছে। চিকিৎসক রোগীর কিছু পরীক্ষা-নিরীক্ষা করান। চিকিৎসক মোঃ জাহাঙ্গীর আলম সেলিম জানান, বোতলটি পায়ুপথ দিয়ে বের করা অসম্ভব হওয়ায় তিনি রোগীকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু রোগীর স্বজনদের ইচ্ছায় পেট কেটে ২ ঘণ্টার অস্ত্রোপচারের পর কাঁচের বোতলটি বের করা হয়। ডাক্তার জানান, রোগী বর্তমানে সুস্থ রয়েছেন এবং পরীক্ষা-নিরীক্ষার কাগজ ও বোতলটি রোগীর স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।
×