ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জর্দানকে প্রথম পদক দিলেন আহমেদ

প্রকাশিত: ০৭:২৭, ২০ আগস্ট ২০১৬

জর্দানকে প্রথম পদক দিলেন আহমেদ

স্পোর্টস রিপোর্টার ॥ জর্দান তাদের অলিম্পিক ইতিহাসে প্রথম পদকের দেখা পেয়েছে। পুরুষদের তায়কোয়ান্দোর ৬৮ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জয় করেছেন আম্মানের ২০ বছর বয়সী যুবক আহমেদ আবুঘানুস। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে অনন্য এই কীর্তি গড়েন আহমেদ। ফাইনালে আহমেদ ১০-৬ পয়েন্টর ব্যবধানে রাশিয়ার আলেক্সেই ডেনিসেঙ্কোকে পরাজিত করেন। দক্ষিণ কোরিয়ার লি ডায়েহুন ও স্পেনের হোয়েল গঞ্জালেস বোনিয়া ব্রোঞ্জ পেয়েছেন। দেশকে প্রথম স্বর্ণ উপহার দিতে পেরে জর্দানের এখন জাতীয় বীর বনে গেছেন আহমেদ। খুশ আর তৃপ্তিতে মন ছেয়ে গেছে তার। আহমেদ বলেন, এই অনুভূতি অবিশ্বাস্য। আমি জর্দানের ইতিহাসে অলিম্পিকে প্রথম পদকজয়ী। খুব ভাল লাগছে। তিনি আরও বলেন, এই অর্জন দেশের। আমি দেশকে কিছু দিতে পেরে গর্বিত। আহমেদের সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে জর্দানও। দেশটির রাজধানী আম্মানে বিপুলসংখ্যক সমর্থক আনন্দ র‌্যালি করেছে। মেয়েদের তায়কোয়ান্দোর ৫৭ কেজি ওজন শ্রেণীর স্বর্ণপদক ধরে রেখেছেন জেইড জোন্স। ২০১২ লন্ডনের পর রিও গেমসেও সেরা হয়েছেন ইংল্যান্ডের এই এ্যাথলেট। স্পেনের ইভা কালভো গোমেসকে ১৭-৭ পয়েন্টে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করেন জোন্স। তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষের মাথায় দুটি কিক মারার পরই শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যায় ওয়েলসের ২৩ বছর বয়সী এই এ্যাথলেটের। মিসরের হেদায়া মালাক ওয়াহবা ও ইরানের কিমিয়া আলিজাদেহ জেনুরিন এই ইভেন্টের ব্রোঞ্জপদক জয় করেন। অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছেন কিউবার বক্সার জুলিও সিজার লা ক্রুস। লাইট-হেভিওয়েট ইভেন্টে ২৭ বছর বয়সী ক্রুস কাবু করেন কাজাখস্তানের আডিলবেক নিয়াজিমবেতোভকে। লন্ডন অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে হেরে স্বর্ণস্বপ্ন ভেঙ্গে গিয়েছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন লা ক্রুসের। তবে এবার দুর্দান্ত দাপটেই স্বর্ণ জয় করে স্বপ্ন পূরণ করেছেন।
×