ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সার্বিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ

ইসিবি পর্যবেক্ষক টিমের চট্টগ্রাম পরিদর্শন

প্রকাশিত: ০৭:২৭, ২০ আগস্ট ২০১৬

ইসিবি পর্যবেক্ষক টিমের  চট্টগ্রাম পরিদর্শন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও সুযোগ সুবিধা ও পর্যবেক্ষণে আসা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পর্যবেক্ষক টিম শুক্রবার চট্টগ্রামের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও হোটেল রেডিসন ব্লু পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে টিম সদস্যরা বাংলাদেশে এসে অত্যন্ত ভাল সহযোগিতা পেয়েছেন বলে উল্লেখ করেন। তবে নিরাপত্তা বিষয় ব্যবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে কোন মন্তব্য না করে লিখিত আকারে তাদের সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন বলে জানান। ইংল্যান্ড থেকে আসা ৩ সদস্যের এ টিম প্রথমে ঢাকা ভেন্যু ও ক্রিকেটারদের থাকার ব্যবস্থাসহ সার্বিক বিষয় পরিদর্শন করেন। টিমে রয়েছেন ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, পিসিএ প্রধান নির্বাহী ডেভিট লেথারডেল ও ইসিবির ক্রিকেট অপারেশনের ডিরেক্টর জন কার। শুক্রবার সকাল সাড়ে ৯টায় তারা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন। এরপর তারা পরিদর্শনে যান এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন হোটেল রেডিসন ব্লু। এই হোটেলেই অবস্থান করবেন ক্রিকেটাররা। ইসিবি পর্যবেক্ষক দলের এটিই প্রথম চট্টগ্রাম সফর নয়। এর আগেও যতবারই ইংল্যান্ড টিম বাংলাদেশ সফর করেছে তার প্রত্যেকবারই এ ধরনের সফর হয়েছে। শুধু বাংলাদেশ নয়, দলটি ভারতও সফর করেছে। সে দৃষ্টিকোণ থেকে এ সফরকে একটি রুটিন সফর হিসেবে উল্লেখ করেন তারা। চট্টগ্রাম সম্পর্কে ইংল্যান্ডের বেশ ভাল ধারণা রয়েছে উল্লেখ করে পর্যবেক্ষণ টিমের এক সদস্য বলেন, ইংল্যান্ড দল আগেও চট্টগ্রাম খেলেছে। তিনি সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে বিসিবি ও বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পেয়েছেন বলে জানান। তবে নিরাপত্তা ব্যবস্থায় তারা সন্তুষ্ট কিনা সে প্রশ্নের সরাসরি জবাব দেননি। ফেনী সকারের বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে বড় জয় কুড়িয়ে নিয়েছে ফেনী সকার ক্লাব। শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে তারা ৪-১ গোলে বিধ্বস্ত করে উত্তর বারিধারা ক্লাবকে। যদিও ম্যাচের প্রথম গোলটি বারিধারাই করেছিল (গোলদাতা রোহিত সরকার)। সকারের উচে ফেলিক্স জোড়া গোল করেন। এছাড়া ১টি করে গোল করেন অধিনায়ক আকবর হোসেন রিদন ও চৌমরিন রাখাইন। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সকার পয়েন্ট টেবিলের ষষ্ঠ এবং সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বারিধারা আছে একাদশ স্থানে। উইন্ডিজ ৬২/২ স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমদিনেই বৃষ্টির কবলে পড়েছে পোর্ট অব স্পেন টেস্ট। ২২ ওভার খেলা হয়েছে। তাতে টস জিতে ব্যাটিং নেয়া স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। লিও জনসন ৯ ও ড্যারেন ব্রাভো আউট হয়েছেন ব্যক্তিগত ১০ রান করে। ব্যাট করছিলেন কার্লোস ব্রেথওয়েট (৩২) ও মারলন স্যামুয়েলস (৪)। ১টি করে উইকেট নিয়েছেন ইশান্ত র্শমা ও রবিচন্দ্রন অশ্বিন।
×