ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হকির স্বর্ণ জিতে আর্জেন্টিনার ইতিহাস

প্রকাশিত: ০৬:৪৯, ২০ আগস্ট ২০১৬

হকির স্বর্ণ জিতে আর্জেন্টিনার ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ অলিম্পিকে পুরুষ হকির ইতিহাসে প্রথম স্বর্ণপদকের রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ৪-২ গোলে হারায় বেলজিয়ামকে। স্বর্ণপদক জয়ের এই আনন্দে অনেকটাই চাপা পড়ে গেছে দেশটির ফুটবলের ব্যর্থতা। অলিম্পিকের ফুটবলে ফেবারিট হিসেবেই অংশ নিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু অপ্রত্যাশিতভাবে গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয়েছে দুইবারের স্বর্ণপদক জয়ীদের। ফুটবল অঙ্গনের এই ব্যর্থতা আর্জেন্টিনা ভুলতে পেরেছে হকির তাক লাগানো সাফল্য দিয়ে। হকিতে যে আর্জেন্টিনা স্বর্ণপদক জিততে পারবে গেমসের শুরুতে এটা কেউই ভাবেননি! এবারও ফেবারিট ছিল গত দুই অলিম্পিকের স্বর্ণজয়ী জার্মানি। সেমিফাইনালে সেই জার্মানিকেই হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা। তখনই জেগেছিল প্রথমবারের মতো স্বর্ণপদক জয়ের আশা। ফাইনালেও সমর্থকদের হতাশ করেননি আর্জেন্টিনার হকি খেলোয়াড়রা। বেলজিয়ামকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো জিতে নিয়েছেন স্বর্ণপদক। অলিম্পিক হকিতে এবারই প্রথমবারের মতো স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আমেরিকার কোন দেশ। অলিম্পিক হকিতে প্রথমবারের মতো স্বর্ণ জিতে উড়ছেন আর্জেন্টিনরার খেলোয়াড়েরা। গঞ্জালো পেইল্লাট বলেন, যেন হাত দিয়ে আকাশটা ছুঁয়ে ফেলেছি। আর্জেন্টিনার ইতিহাসে আমরাই প্রথমবারের মতো জিতেছি হকির স্বর্ণপদক। এটা আমার স্বপ্ন ছিল। যখন থেকে হকি খেলা শুরু করেছি, তখন থেকেই দেখতে শুরু করেছিলাম এই স্বপ্ন। এটা সত্যি হয়েছে। এদিকে ইতালিকে হারিয়ে পুরুষদের বিচ ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ব্রাজিল। এই ইভেন্টে ১২ বছরের মধ্যে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিতে ইতালির পাওলো নিকোলাই ও ডানিয়েলে লুপোকে ২১-১৯, ২১-১৭ পয়েন্টে হারান ব্রাজিলের আলিসন সেরুট্টি ও ব্রুনো স্মিড জুটি। অন্যদিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ডেনমার্ককে হারিয়ে ব্যাডমিন্টনে মেয়েদের দ্বৈতে স্বর্ণপদক জিতেছেন জাপানের মিসাকি মাটসুটোমো ও আইয়াকা টাকাহাসি জুটি। ফাইনালে তারা ১৮-২১, ২১-৯, ২১-১৯ পয়েন্টে জয় পায়। অলিম্পিক ইতিহাসে ব্যাডমিন্টনে জাপানের এটাই প্রথম স্বর্ণপদক।
×