ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের সামনে অদম্য জার্মানি

প্রকাশিত: ০৬:৪৮, ২০ আগস্ট ২০১৬

ব্রাজিলের সামনে অদম্য জার্মানি

স্পোর্টস রিপোর্টার ॥ প্রশ্নাতীতভাবে বিশ্ব ফুটবলের সেরা সাফল্যের দেশ ব্রাজিল। রেকর্ড সর্বোচ্চ পাঁচবার শুধু বিশ্বকাপই জয় করেনি দেশটি, মহাদেশীয় অন্যান্য আসরেও নজরকাড়া সাফল্য সেলেসাওদের। কিন্তু অপূর্ণতা বিশ্বের সর্ববৃহৎ আসর অলিম্পিক ফুটবলে। কি মহিলা, কি পুরুষ কোন আসরেই এখন পর্যন্ত সেরা হওয়া হয়নি সাম্বা ছন্দের প্রতিনিধিদের। বেশ কয়েকবার কাছাকাছি এসেও স্বপ্ন পূরণ হয়নি পেলের দেশের। ২০১২ লন্ডন অলিম্পিকেও ফাইনালে মেক্সিকোর কাছে হেরে কাঁদতে হয়েছিল। চার বছর পর চলমান রিও অলিম্পিকে আরও একবার ফাইনাল মঞ্চে ব্রাজিল। এবার দেশটির স্বপ্ন পূরণের সারথী তারকা ফুটবলার নেইমার। বার্সিলোনা সুপারস্টারের নেতৃত্বে নিজ দেশে চলমান গেমসের ফুটবল ইভেন্টে ফাইনালে ব্রাজিল। এখন শুধু একটি জয়ের অপেক্ষা। তাইলেই ঘুচে যাবে অপূর্ণতা। এ লক্ষ্যে স্বপ্নের ফাইনালে জার্মানির মুখোমুখি হচ্ছে স্বাগতিক ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলা হবে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। এই মাঠেই ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে নাকাল হয়েছিল সেলেসাওরা। এবার যুবাদের ম্যাচ হলেও ঘুরে ফিরে তাই আসছে প্রতিশোধের বিষয়টি। তবে ব্রাজিল কোচ রোজারিও মিকেল এসব নিয়ে ভাবছেন না। আর টগবগে নেইমারকেও পাত্তা দিচ্ছে না জার্মানি। নিজেদের সেরাটা খেলেই স্বর্ণ জিততে চান বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দেশের যুবারা। ফাইনালের আগে ব্রোঞ্জপদক নির্ধারণী ম্যাচে আজ রাত ১০টায় মুখোমুখি হবে নাইজিরিয়া ও হন্ডুরাস। শুরুর দিকে জড়সড়ো থাকলেও কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুর্দান্ত খেলেছেন নেইমার। ব্রাজিলের খেলায়ও দেখা গেছে সেই সাম্বা ছন্দ। অন্যদিকে আসরের শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে আসছে জার্মানি। এ পর্যন্ত প্রতিপক্ষের জালে ইউরোপের পাওয়ার হাউসদের যুবারা দিয়েছেন ২১ গোল। ফাইনালটা তাই উপভোগ্য হবে বলে মনে করছেন সবাই। তবে ঘুরে ফিরে আসছে নেইমারকে কিভাবে রুখবে জার্মানরা। এমন প্রশ্ন করা হয়েছি জার্মানির কোচ হোস্টকে। তিনি সাংবাদিকদের বলেন, আমরা ব্রাজিলের বিপক্ষে খেলব, নেইমারের বিরুদ্ধে নয়। আমাদের ফরোয়ার্ডরা ২১ গোল করেছে। তাই প্রশ্নটা হচ্ছে, ব্রাজিল আমাদের কিভাবে থামাবে? ফাইনালে খেলার ধরনে কোন পরিবর্তন আনবেন না বলে জানিয়ে তিনি বলেন, আমরা কোনকিছু বদলাব না। আমরা ভালভাবে সামনে এগিয়ে চলা একটি দল। আমরা আমাদের খেলাটাই খেলব। বিশ্বকাপের প্রতিশোধের চিন্তা একদমই মাথায় নেই ব্রাজিল কোচ রোজারিও মিকেলের। তিনি এ প্রসঙ্গে বলেন, সেটা ছিল বিশ্বকাপ। আর এটা অলিম্পিক দল। নেইমার ওই ম্যাচে খেলেনি তাই আমাদের প্রতিশোধ নিতে হবে এ ধরনের ভাবনা নেই। ভিন্ন খেলোয়াড় আর ভিন্ন সময় এটা।
×