ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় লোক দেখানো অস্থায়ী গেট

প্রকাশিত: ০৫:৫৭, ২০ আগস্ট ২০১৬

ঢাকায় লোক দেখানো অস্থায়ী গেট

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা আর অলিগলির প্রবেশমুখে অস্থায়ী গেট নির্মাণের হিড়িক পড়েছে। বিশেষ করে সাম্প্রতিক জঙ্গী হামলার পর স্থানীয়রা নিজ উদ্যোগে লোক দেখানো এসব গেট বা ফটক তৈরি করছেন। এতে মানুষের স্বাভাবিক চালাচল বাধাগ্রস্ত হচ্ছে। দুর্ভোগে পড়ছেন ঢাকার নাগরিকরা। লালমাটিয়ার মতো কিছু কিছু এলাকায় স্থায়ী গেটের আড়ালে চলছে মাদক ব্যবসা। এ সুযোগে নিরাপদ আশ্রয় গড়ে তুলছে জঙ্গী-সন্ত্রাসীরা। ধানম-ি, গুলশান, বারিধারার মতো এলাকা ছাড়াও মিরপুর, আদাবর, মোহাম্মদপুরসহ নানা এলাকার প্রবেশপথে এখন চোখে পড়ে এসব গেট। ধানম-িসহ কয়েকটি এলাকায় আবার রীতিমত নোটিস দিয়ে রাত এগারোটায় বন্ধ করে দেয়া হচ্ছে অধিকাংশ প্রবেশপথ। এতে সাবলীল চলাচলে বাধা পড়লেও নিরাপত্তা ইস্যুতে মেনে নিচ্ছেন অধিবাসীরা। ধানম-ি এলাকার বাসিন্দা সরদার কামাল জানান, পুলিশের উদ্যোগের সমর্থনে স্থানীয় বাসিন্দারাই নিজস্ব খরচেই এসব গেট স্থাপন করেছে। ওই এলাকার অনেকেই জানান, এ ধরনের নিরাপত্তা ব্যবস্থায় তারা সন্তুষ্ট। এ প্রসঙ্গে সরদার কামাল বলেন, ‘আমরা আগে থেকেই নিরাপত্তা বিষয়ে সচেতন ছিলাম। এখন এটা আরও ভালভাবে করার জন্য প্রশাসন থেকে আমাদের সহযোগিতা করা হচ্ছে’। নিরাপত্তা বিষয়ে স্থানীয় বাড়ি বা এপার্টমেন্টের মালিকরা এখন অনেক সচেতন বলে তিনি জানান। ঢাকার কয়েকটি থানার পুলিশ কর্মকর্তারা বলছেন, যেসব এলাকায় অনেক প্রবেশপথ সেখানে রাত এগারোটার পর অধিকাংশ প্রবেশপথ বন্ধ করে নির্দিষ্ট কয়েকটি খোলা রাখা হয়। এর উদ্দেশ্য হচ্ছে রাতে ফাঁকা রাস্তার সুযোগ নিয়ে অপরাধীরা যাতে দ্রুত সটকে না পড়তে পারে। বিভিন্ন এলাকায় এমনও দেখা যাচ্ছে রাত এগারোটার পর সহজে এক রাস্তা থেকে অন্য রাস্তায় যাওয়া যাচ্ছে না। ঢাকার আদাবর এলাকার এক বাসিন্দা জানালেন খানিকটা অসুবিধা হলেও নিরাপত্তা স্বার্থে তারা এসব উদ্যোগকে মেনে নিয়েছেন। ধানম-ির মোহাম্মদ শহীদ বলেন, ‘নিরাপত্তার জন্য আমি ছাড় দেব। কিন্তু যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা কি আসলেই নিরাপত্তার জন্য এগুলো করছে নাকি লোক দেখানো। এটা হচ্ছে আসল কথা?’
×