ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেট নগরীর মোড়ে মোড়ে প্লাস্টিকের ডাস্টবিন

প্রকাশিত: ০৫:৫৭, ২০ আগস্ট ২০১৬

সিলেট নগরীর মোড়ে মোড়ে প্লাস্টিকের  ডাস্টবিন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট নগরীকে ময়লা আবর্জনামুক্ত রাখতে মোড়ে মোড়ে প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হচ্ছে। আগামী সপ্তাহে প্রথম পর্যায়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ২শ’ ডাস্টবিন পাঠিয়ে দেয়া হয়েছে। তবে চোরের হাত থেকে সেগুলো রক্ষা করতে লোহার জালি তৈরি করা হচ্ছে সিটি কর্পোরেশনের নিজস্ব খরচে। সিটি কর্পোরেশন সূত্র জানায়, আপাতত নগরীর প্রধান প্রধান অংশে এ ডাস্টবিনগুলো স্থাপন করা হবে। ইতিবাচক ফলাফল পাওয়া গেলে বিভিন্ন ওয়ার্ড এলাকার গুরুত্বপূর্ণ অংশে ও এরকম ব্যবস্থা নেয়া হবে। যত্রতত্র ময়লা আবর্জনার কারণে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার আম্বরখানা ইত্যাদি এলাকায় অনেক সময় চলাফেরা দায় হয়ে পড়ে। এসব আবর্জনার জন্য যতটা না সাধারণ পথচারী দায়ী তার চেয়ে অনেকগুণ বেশি দায়ী ভাসমান ব্যবসায়ীরা। তাছাড়া নির্দিষ্ট স্থানে রাখা ডস্টবিনগুলো ব্যবহার করতেও সাধারণ মানুষকে সচেতন এবং উদ্বুদ্ধ করতে বিশেষ পদক্ষেপ নেয়া প্রয়োজন।
×