ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বেড়েছে মোবাইল ছিনতাইয়ের ঘটনা

প্রকাশিত: ০৫:৫৬, ২০ আগস্ট ২০১৬

রাজধানীতে বেড়েছে মোবাইল  ছিনতাইয়ের  ঘটনা

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি রাজধানীতে মোবাইল চুরি, ছিনতাই ও হারানোর ঘটনা বেড়েছে। ভুক্তভোগীরা বলছেন, মোবাইল সেটের সঙ্গে নিবন্ধিত সিম ছিনতাই হওয়ায় বড় ধরনের অপরাধ করেও পার পেয়ে যেতে পারে অপরাধীরা। ফোন হারানো বা চুরি হওয়ার সঙ্গে সঙ্গে আইনী ব্যবস্থা নেয়ার পরামর্শ ডিএমপির। বিশ্লেষকরা বলছেন, চুরি, ছিনতাই দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব হতে হবে। বাইরে চোখ মেললেই দেখা যায়, পথ চলতে, বন্ধুদের আড্ডায় বা যানবাহনে বসে অসতর্কভাবে ফোন ব্যবহার করছেন অনেকে। যার ফলে প্রতিনিয়ত ঘটছে ফোন চুরি, ছিনতাই বা হারানোর মতো অপ্রীতিকর ঘটনা। রাজধানীর বিভিন্ন থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ জন ফোন সক্রান্ত বিষয়ে থানায় আইনী ব্যবস্থা নিতে আসেন। এর ফলে ফোন ফিরে না পেলেও তা দিয়ে কোন অপরাধ সংঘটিত হওয়া সম্ভব না বলে মনে করেন অনেকে। ডিএমপি বলছে, ফোন চুরির সঙ্গে সঙ্গে আইনী ব্যবস্থা নিলে অপরাধীদের আটক করতে সুবিধা হবে। বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের জন্য কাজ না করায় বাড়ছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে শতকরা ২০ জন মোবাইল চোর আটক করা সম্ভব হচ্ছে বলে জানায় ডিএমপি।
×