ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মায়ের কুলখানি নিয়ে দ্বন্দ্ব বোয়ালমারীতে হামলা লুট ॥ আহত৫

প্রকাশিত: ০৫:৫৩, ২০ আগস্ট ২০১৬

মায়ের কুলখানি নিয়ে দ্বন্দ্ব বোয়ালমারীতে হামলা  লুট ॥ আহত৫

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৯ আগস্ট ॥ বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের সুখদেবনগর গ্রামে মায়ের কুলখানি নিয়ে আপন দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা বসতঘর ভাংচুর ও মিলাদ মাহফিলের চাল মাংসসহ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের ৫জন আহত হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা যায়, শুক্রবার রহমান শেখ তার মায়ের মৃত্যু উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে। পাশাপাশি তার আপন ভাই কাছেদ শেখও তার বাড়িতে আলাদাভাবে মিলাদের আয়োজন করে। গ্রাম্য দলাদলির কারণে এ ঘটনাকে কেন্দ্র করে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে রহমান শেখ জানান, ভাইয়ের সাথে আলাপ করে মিলাদের আয়োজন করেছিলাম। কিন্তু সে চাচাত ভাই নুর ইসলাম ও ইউনুস শেখের কথামতো আলাদাভাবে মিলাদের আয়োজন করে। আগের দিন বৃহস্পতিবার রাতে তাকে তার বাড়ির অনুষ্ঠান বন্ধ করে ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য চাপ দেয়। আমি রাজি না হওয়ায় ভাইয়ের পক্ষ নিয়ে ওই দিন সকালে নুর ইসলাম ও ইউনুসের নেতৃত্বে ঢাল সড়কি ও লাঠি সজ্জিত তিনশতাধিক লোক আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তার তিনটি বসত ঘর ভাংচুর, রান্নার ২৬ কেজি মাংস, ৫০ কেজি চাল, ঘরের আসবাবপত্র ভেঙ্গে নগদ ৪১ হাজার টাকা ও আট আনা ওজনের স্বর্ণে চেন লুট করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। এ সময় তার ছেলে মুনছুর শেখ (৩০), মেয়ে হাসিনা (৩৫) ও রূপসি (২৫) ও প্রতিপক্ষের ইব্রাহিম শেখ (৪০) আহত হয়। তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
×