ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমতলীতে এ্যাসিড খাইয়ে স্ত্রী হত্যা

প্রকাশিত: ০৫:৫০, ২০ আগস্ট ২০১৬

আমতলীতে এ্যাসিড খাইয়ে স্ত্রী হত্যা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৯ আড়স্ট ॥ তালতলী উপজেলার মোয়াপাড়া গ্রামের ফরিদ হোসেনের স্ত্রী মরিয়ম বেগমকে স্বামী ও তার পরিবারের লোকজন এ্যাসিড খাইয়ে হত্যা করেছে। এ ঘটনায় স্বামী ফরিদ উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। জানা গেছে, ২০০৮ সালের ১৯ নবেম্বর হরিণখোলা গ্রামের কুদ্দুস মোল্লার মেয়ে মনিয়মের সঙ্গে মোয়াপাড়া গ্রামের দেলওয়ার হোসেনের ছেলে ফরিদ উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই ছিল। এ বছর এপ্রিল মাসে স্বামী ফরিদ উদ্দিন নলবুনিয়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে এবং তাকে নিয়ে পালিয়ে যায়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বিচার হয়। স্বামীর পরকিয়ার প্রতিবাদ করতে গেলে নেমে আসে স্ত্রী মরিয়মের ওপর নির্যাতন। প্রায়ই এ নিয়ে স্বামী ফরিদ উদ্দিন তাকে মারধর করত। নির্যাতন সইতে না পেরে ২৯ জুন স্বামীর বিরুদ্ধে স্ত্রী মরিয়ম আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক মামলা দায়ের করে। বাদীর আবেদনটি আমলে নিয়ে বিচারক বৈজয়ন্ত বিশ্বাস ২৪ জুলাই স্বামীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। ওইদিন হাজির হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন। হাজতবাসের ১৮ দিনের মাথায় আদালতে শর্ত দিয়ে ১১ আগস্ট সমঝোতায় জামিন হয়। আদালত থেকেই স্বামী ফরিদ উদ্দিন স্ত্রী মরিয়মকে বাড়ি নিয়ে যায়। বাড়িতে নিয়েই শুরু করে নির্যাতন। পর পর দু’দিন গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। বৃহস্পতিবার স্ত্রী মরিয়ম বেগমকে স্বামীসহ তার বাড়ির লোকজন জোড়পূর্বক সৌর বিদ্যুতের ব্যাটারির এ্যাসিড পানি খাইয়ে দেয়। এ খবর পেয়ে মেয়ের বাবা কুদ্দুস মোল্লা মেয়েকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে রাতে তার মৃত্যু হয়।
×