ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় চর্যানৃত্য কর্মশালা

প্রকাশিত: ০৫:৪৮, ২০ আগস্ট ২০১৬

শিল্পকলায় চর্যানৃত্য কর্মশালা

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নেপালের প্রখ্যাত নৃত্যগুরু চন্দ্রমান মুনিকরের পরিচালনায় গত ১৬ আগস্ট থেকে শুরু হয়েছে চর্যা নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ওইদিন সন্ধ্যা ৬ টায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মাসব্যাপী চর্যা নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, এম পি। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে চর্যা নৃত্য বিষয়ে আলোচনা করেন নেপালের নৃত্যগুরু চন্দ্রমান মনিকর। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিচালক সোহরাব উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের গোড়ীয় নৃত্য গবেষক অধ্যাপক ড. মহুয়া মুখোপাধ্যায়, বাংলাদেশের বরেণ্য নৃত্যশিল্পী ও পরিচালক আমানুল হক, জিনাত বরকতউল্লাহ, মিনু হক, গেলাম মোস্তফা খান, দীপা খন্দকার, ফারহানা চৌধুরী বেবী, ওয়ার্দা রিহাব, এম আর ওয়াসেক, বেনজীর সালাম, র‌্যাচেল এ্যাগনেস প্যারিস, সামিনা হোসেন প্রেমা, তামান্না রহমান, মাহফুজুর রহমান, মুনমুন আহমেদ, তাবাসসুম আহমেদ, কবিরুল ইসলাম রতন, নিলুফার ওয়াহিদ পাপড়ী, আনিসুল ইসলাম হীরু, বেলায়েত হোসেন খান, ফাতেমা কাশেম, সাজু আহমেদ, মুনিরা বেগম হ্যাপী, সুলতানা হায়দার, সুকোমল ইফতেখার প্রমূখ। কর্মশালায় দেশের বিভিন্ন জেলা এবং ঢাকা মহানগরীর প্রায় শতাধিক নৃত্যশিল্পী অংশগ্রহণ করছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মশালা চলবে।
×