ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাইম আর্টের সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৫:৪৮, ২০ আগস্ট ২০১৬

মাইম আর্টের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ মাইম শিল্পচর্চার অন্যতম নন্দিত সংগঠন মাইম আর্টের উদ্যোগে বিশেষ সম্মাননা-২০১৬ প্রদান করা হয়েছে। ১৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে মাইম আর্ট সম্মাননা-২০১৬ প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে মূকাভিনয় শিল্পের প্রচার-প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য প্রতি বছর তিনজন সাংবাদিককে এ সম্মাননা প্রদান করে মাইম আর্ট থিয়েটার। এবার এ সম্মাননা পেয়েছেন দুলাল খান, কামরুল হাসান দর্পণ ও অনুরূপ আইচ। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। সম্মাননা প্রদানের পর সন্ধ্যা ৭টায় একই মিলনায়তনে একক মূকাভিনয় ‘লাইফ ইজ বিউটিফুল’-এর মঞ্চায়ন হয়। মাইম আর্টের প্রযোজনায় ‘লাইফ ইজ বিউটিফুল’-এ একক অভিনয় করেন নিথর মাহবুব। প্রযোজনাটি তারই রচনা, নির্দেশনায় নির্মিত। জীবনমুখী এ মূকনাট্য প্রযোজনাটির ব্যাপ্তিকাল সোয়া এক ঘণ্টা। এদিকে গত ১৮ আগস্ট ছিল মাইম আর্টের প্রতিষ্ঠাতা মাইম শিল্পী নিথর মাহবুবের জন্মদিন। তাই ‘লাইফ ইজ বিউটিফুল’-এর প্রদর্শনী শেষে কেক কেটে নিথর মাহবুবের জন্মদিনটি পালন করেন মাইম আর্টের সদস্যরা।
×