ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেশাদার নাট্যচর্চায় যেতে চাই ॥ আবুল কালাম আজাদ

প্রকাশিত: ০৫:৪৭, ২০ আগস্ট ২০১৬

পেশাদার নাট্যচর্চায় যেতে চাই ॥ আবুল কালাম আজাদ

অভিনেতা আবুল কালাম আজাদ। মঞ্চ ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে ঢাকা আর্ট থিয়েটারের দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। দলটির নতুন প্রযোজনা ‘পুতুলের বিয়ে’ নাটকের মঞ্চায়ন হবে আগামী ২২ আগস্ট সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। নতুন নাটক এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে তার সঙ্গে কথা হয়। এই সময়ে ‘পুতুলের বিয়ে’ নাটকটি মঞ্চে আনার কারণ কী? আবুল কালাম আজাদ : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ত্রিশের দশকে ‘পুতুলের বিয়ে’ নাটকটি লিখে মানবতার জয় ঘোষণা করেছিলেন। যে উদ্দেশ্যে নাটকটি লেখা তা আজও সমসাময়িক। যে কারণে নাটকটি মঞ্চে আনার সিদ্ধান্ত নিয়েছি। দলীয় সিদ্ধান্তের পাশাপাশি নজরুল অনুরাগী সংগঠন বাঁশরী এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের ইচ্ছা রয়েছে দেশের বিভিন্ন স্থানে নাটকটি মঞ্চায়নের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা। আপনার অভিনয় নিয়ে বলুন আবুল কালাম আজাদ : আমি ঢাকা আর্ট থিয়েটার প্রতিষ্ঠার আগে মহাকাল নাট্যসম্প্রদায়ের নিয়মিত নাট্যকর্মী ছিলাম। ফলে ‘অহম তমসা’, ‘শিখ-ী কথা’, ‘নিশিমন বিসর্জন’, ‘ঘুম নেই’ ‘প্রমিথিউস’ প্রভৃতি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আমার এ অঙ্গনে পথচলা। নিজের দলের হয়ে সব নাটকে অভিনয় করছি। মঞ্চের জীবন্ত অভিনয় অনুভূতি আমার তৃপ্তির জায়গা। মঞ্চের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করছি। সম্প্রতি একটি সিনেমার শূটিংয়ের কাজও শেষ করেছি। দলীয় অন্য প্রযোজনা নিয়ে বলুন। আবুল কালাম আজাদ : বাদল সরকারের নাট্যকারের সন্ধানে তিন চরিত্র অবলম্বনে আমরা করেছি সমাজের তিন চরিত্র। একজন নাট্যকারের লেখনীর মধ্য দিয়ে তিন বৃত্তের তিন মানুষের প্রকাশ হওয়ার টানাপোড়েনের নাটক এটি। দারিদ্র্যতার কষাঘাতে মানুষের জীবনের নিষ্পেষণ নিয়ে করেছি কবি নজরুল ইসলামের নাটক ‘মৃত্যুক্ষুধা’। অপরের দোষ অন্বেষণ না বরং নিজের সংশোধনের বার্তা পৌঁছাতে করেছি মনোজ মিত্রের ‘চোখে আঙ্গুল দাদা’। বাসযোগ্য পৃথিবীর অন্বেষণে নির্মাণাধীন নাটক ‘বিহঙ্গ’। দলের প্রতিষ্ঠার সময়কাল বিবেচনায় আমাদের প্রযোজনা নিহায়ত মন্দ নয়। আগামীতে আর কী কী নাটক আসছে? আবুল কালাম আজাদ : খুব শীঘ্রই ‘কালান্তর’ নামে দলের আর একটি নতুন নাটক মঞ্চে আসছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন কথাসাহিত্যিক এহসান হাফিজ। সম্প্রতি নাটকটির ব্লকিং শেষ হয়েছে, টেকনিক্যাল কাজ শেষ হলেই মঞ্চে আনা হবে। দলীয় লক্ষ্য কী? আবুল কালাম আজাদ : আমাদের লক্ষ্য হলো ধীরে ধীরে প্রফেশনাল নাট্যচর্চার দিকে অগ্রসর হওয়া। জীবন ও সত্য আশ্রয়ী নাট্য সৃজন আমাদের আপাত লক্ষ্য।
×