ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ যাত্রা ফেডারেশনের সেমিনার ২২ আগস্ট

প্রকাশিত: ০৫:৪৭, ২০ আগস্ট ২০১৬

বাংলাদেশ যাত্রা ফেডারেশনের সেমিনার ২২ আগস্ট

স্টাফ রিপোর্টার ॥ ‘যাত্রা’ শব্দটির সঙ্গে বাঙালীর দীর্ঘকালের শিকড় বিস্তারী সংস্কৃতির আনন্দ বেদনার সম্পর্ক রয়েছে। শিল্পভাবনার পথ-পরিক্রমায় আজও টিকে আছে এই শিল্প। কিন্তু তারপরও কালের এবং শিল্পবিদ্বেষী পরাক্রমী মানুষের দেয়া ক্ষতচিহ্ন স্থায়ী হয়ে গেছে যাত্রার শরীরে। তাই আজ এই শিল্পটি সঙ্কটের মুখে। এই শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে করণীয় সম্পর্কে এক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ যাত্রা ফেডারেশন। সংগঠন সূত্রে জানা যায়, আগামী ২২ আগস্ট বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘ঐতিহ্যবাহী যাত্রাশিল্প, আজকের বাস্তবতায় আমাদের করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন যাত্রা গবেষক ড. তপন বাগচী। সেমিনার উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইটিআই সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারী অধ্যাপক নিরঞ্জন অধিকারী। এছাড়াও বক্তব্য রাখবেন ফেডারেশনের সাম্মানিক সভাপতি তাপস সরকার, প্রধান উপদেষ্টা নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আফসার আহমেদ, যাত্রাব্যক্তিত্ব জোৎসনা বিশ্বাস, ফেডারেশনের উপদেষ্টা এনায়েত কবির খোকন, নাট্যব্যক্তিত্ব গোলাম সারোয়ার, অভিনেতা হাবিব সারোয়ার ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ যাত্রা ফেডারেশনের সভাপতি মৃণাল কান্তি ভট্টাচার্য। সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট হাসান কবির শাহীন।
×