ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিয়েরালিওন ও গিনিতে খতনার পর দুই কিশোরীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৫, ২০ আগস্ট ২০১৬

সিয়েরালিওন ও গিনিতে খতনার পর দুই কিশোরীর মৃত্যু

গিনিতে খতনার পর ১০ বছর বয়সী একটি মেয়ে শিশুর মৃত্যুর মাত্র ক’দিন পর সিয়েরালিওনে খতনার সময় এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে। পশ্চিম আফ্রিকার প্রতিবেশী এই দেশ দু’টিতে ব্যাপক হারে নারীর খতনা (এফজিএম) প্রচলিত রয়েছে এবং দেশ দু’টির প্রায় ৯০ শতাংশ নারীর খতনা করা হয়। খবর এএফপির। পুলিশ জানায়, সিয়েরালিওনের উত্তরে অবস্থিত একটি গ্রামে খতনা করার পর কিশোরী ফাতমাতা তুরেই মারা যায়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেয়েটির ফুপুসহ তিন নারীকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক সম্পর্ক বিষয়ক ভাইস মিনিস্টার রুগিয়াতু তুরেই বলেন, কি কারণে মেয়েটি মারা গেছে সে সম্পর্কে তদন্ত করা হচ্ছে। গিনির সমাজকর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় বনভূমি এলাকা মাকপোজউয়ে একই ধরনের খতনার পর ১০ বছর বয়সী একটি মেয়ের মৃত্যুর মাত্র ক’দিন পরই এই কিশোরী মারা গেল। মন্ত্রণালয় জানায়, এই শিশুটি মেয়ে শিশুদের একটি খতনা শিবিরে মারা যায়।
×