ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাপল ঠেকাতে

প্রকাশিত: ০৫:৪০, ২০ আগস্ট ২০১৬

এ্যাপল ঠেকাতে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট এ্যাপলের সঙ্গে লড়াইয়ে নেমেছে প্রতিষ্ঠানটির দুই বড় প্রতিদ্বন্দ্বী। চলতি মাসে দুটি আলাদা টিভি চ্যানেল আর ইউটিউবে দেখানো বিজ্ঞাপনে এ্যাপলের পণ্য ব্যবহারে ব্যবহারকারীদের কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরেছে একই দেশের অন্য দুই প্রযুক্তি জায়ান্ট গুগল আর মাইক্রোসফট। মাইক্রোসফট-এর নতুন এই বিজ্ঞাপনে দেখা যায়, ‘আইপ্যাড’ আর ‘সিরি’ নতুন কিবোর্ড পেয়ে পার্টির আয়োজন করছে। বিজ্ঞাপনে সিরি, কর্টানা-কে বলে, ‘আমি এখন তোমার মতোই একটি কম্পিউটার’। কর্টানা বলে, ‘তাহলে কি তোমার ইনটেল কোর প্রসেসরের মতো ক্ষমতা আছে?’ প্রত্যুত্তরে সিরি জানায়, ‘আমি বলেছি, আমি শুধুই একটি কিবোর্ড পেয়েছি’। মাইক্রোসফট তারপর কর্টানার সঙ্গে সারফেস প্রো ৪-এর কিছু ফিচার প্রদর্শন করে, যা শেষ পর্যন্ত সিরি-কে স্বীকার করতে বাধ্য করে, ‘মনে হয় পার্টির ধারণা খুব একটা ভাল ছিল না’। বছরের পর বছর ধরে, এ্যাপল আর মাইক্রোসফট একে অপরের সঙ্গে বিপণন প্রচারেও প্রতিযোগিতা করে আসছে। সেই সঙ্গে এ্যাপল পিসিবিরোধী প্রচারও চালাচ্ছে। এরই ধারাবাহিকতায়, জাস্টিন লং এবং জন হগম্যান অভিনীত পিসিবিরোধী একাধিক বিপণন প্রচারে অংশ নিচ্ছে ম্যাক নির্মাতারা। সিএনএন জানিয়েছে, এ বছর মাইক্রোসফট তার বিজ্ঞাপনে ‘পিসি ম্যাকের চেয়ে বেশি কিছু করতে পারে’ - এমন বার্তা তুলে ধরতে চেয়েছে। গুগল অবশ্য আরেকটু ‘ভদ্র’ আর ‘অমায়িকভাবে’ ভাগ বসিয়েছে এ্যাপলের সঙ্গে। আগস্টের শুরুতেই তারা ৬০ সেকেন্ডের গুগল ফটো এ্যাপ তৈরি করেছে। তারা প্রচারের অংশ হিসেবে এক বিজ্ঞাপনে দেখিয়েছে, একটি মেয়ে জন্মদিনে মোমবাতি নেভানোর সময় আর তিমি মাছ পানি থেকে লাফ দেয়ার সময় ব্যবহারকারী যখন ছবি তুলছেন তখনই একটি পপ-আপ বক্স আসে আর তাতে লেখা থাকে ‘স্টোরেজ পূর্ণ। আপনার ফোনে পর্যাপ্ত জায়গা নেই। ‘বিজ্ঞাপনে দেখানো ফোনটি আইফোন না হলেও তাতে দেখানো নক্সা আর বার্তা দেখতে আইফোনের মতোই দেখায় হুবহু। ধারণা করা যায়, এই বিজ্ঞাপন দিয়ে গুগল মূলত আইফোনের ‘সীমিত স্টোরেজ’ সমস্যাই সবার সামনে তুলে ধরেছে।
×